Ajker Patrika

মেসির ঝলকে আটলান্টাকে উড়িয়ে দিল বিস্ফোরক মায়ামি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৫: ৫৫
লিওনেল মেসির জোড়া গোলে উড়ে গেছে আটলান্টা ইউনাইটেড। ছবি: এএফপি
লিওনেল মেসির জোড়া গোলে উড়ে গেছে আটলান্টা ইউনাইটেড। ছবি: এএফপি

বাংলাদেশ সময় গতকাল সকালে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে বসানো হয়েছিল লিওনেল মেসিকে। গ্যালারিতে বসে সপরিবার আর্জেন্টিনার ১-০ গোলের জয় উপভোগ করেছিলেন লিওনেল মেসি। ঠিক তার পরের দিনই দেখা গেল মেসির ঝলক। তবে সেটা যে আর্জেন্টিনার জার্সিতে নয়; তিনি ঝলক দেখিয়েছেন ক্লাব ফুটবলে।

চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসি আজ খেলতে পারেন কি না, সেটা নিয়েও ছিল অনিশ্চয়তা। কারণ, ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো ম্যাচের আগে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সব অনিশ্চয়তা কাটিয়ে এমএলএসে খেলেছেন মেসি। ছন্দে থাকলে তাঁকে থামানো যে মুশকিল, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জ্বলে ওঠার ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

আটলান্টা ইউনাইটেডকে আজ শুরু থেকেই চাপে রাখে ইন্টার মায়ামি। ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাশচেরানোর মায়ামি। আটলান্টার বক্সের কাছাকাছি জায়গায় বল রিসিভ করে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন ব্যালতেজার রদ্রিগেজ। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে মায়ামির আক্রমণে চোখে রীতিমতো শর্ষে ফুল দেখতে থাকে আটলান্টা। ৫২ মিনিটে মায়ামির দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। তাঁকে অ্যাসিস্ট করেন মেসি। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলের তৃতীয় গোল করেন লুইস সুয়ারেজ।

আটলান্টার বিপক্ষে আজ মেসি তাঁর দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন শেষ ভাগে এসে। ৮৭ মিনিটে আলবার অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন মেসি। আটলান্টা ম্যাচে চার গোলের মধ্যে তিনটিতেই অবদান রাখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বলতে গেলে বার্সেলোনার সাবেক ফুটবলাররাই আজ মায়ামির বিশাল জয়ের কান্ডারি। বড় জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে মায়ামি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৬২। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৮ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। সিনসিনাটির ৬২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬৬। পয়েন্ট তালিকার প্রথম তিন দলের প্রত্যেকেই ৩৩টি করে ম্যাচ খেলেছে।

মায়ামির জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ৩৪ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ১৭ গোলে। ৩৪ গোলের মধ্যে ২৬ গোলই আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন এমএলএসে। মায়ামির পরের ম্যাচ ১৮ অক্টোবর। বাংলাদেশ সময় সেদিন রাত ৪টায় গিওদিস পার্কে শুরু হবে ন্যাশভিল-মায়ামি এমএলএসের ম্যাচ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত