নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এত বড় একটা দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়বে, তিন দিন আগেও ভাবেননি ইমরান হোসেন তুষার।
দুর্নীতি ও অনিয়মের দায়ে ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার পর বাফুফে আজীবন নিষিদ্ধ করেছে আবু নাঈম সোহাগকে। সোহাগের জায়গায় পরশু ফেডারেশনের আপৎকালীন সাধারণ সম্পাদকের (জিএস) দায়িত্ব বর্তেছে ইমরানের কাঁধে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে কাজ শুরু করা ইমরান প্রটোকল বিভাগের ম্যানেজারও ছিলেন। এখন তিনি ফেডারেশনের একজন শীর্ষস্থানীয় কর্তা।
গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি পেলেও বসার কক্ষ বুঝে পেতে আরও কিছুদিন সময় লাগবে ইমরানের। তবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে গতকাল আজকের পত্রিকাকে ইমরান বললেন, ‘নতুন একটা দায়িত্ব পেয়েছি মাত্রই। সবার সঙ্গে বসে কাজ বুঝতে হবে। তারপর আপনাদের কিছু বলতে পারব। লিখিতভাবে দায়িত্ব বুঝে পেয়েছি আজ (গতকাল)। একটু সময় লাগবে।’
সময় অবশ্য খুব বেশিও নয় ইমরানের। আপাতত তিন মাসের দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিন মাস পর দায়িত্বের মেয়াদ আরেকটু বাড়তেও পারে তাঁর। তবে সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে চিন্তিত নন ইমরান, ‘কাজ তো কাজই, এক-দুই মাস বড় নয়। সময় যেটাই হোক, আমার যে কাজ, সেটা ঠিকঠাক করার চেষ্টা করব। কাজের মূল্যায়ন আমি চলে যাওয়ার পর আপনারা করবেন।’
সংক্ষিপ্ত সময় বলেই নয়, ইমরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তিনি এমন একটা চেয়ারে বসতে যাচ্ছেন, যেটি কলঙ্কিত হয়েছে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাঈমের আকণ্ঠ দুর্নীতি আর অনিয়মে। এ সময় ইমেজ সংকটে পড়া বাফুফের ভাবমূর্তি উদ্ধার কতটা করতে পারবেন ইমরান, সেই প্রশ্নের উত্তর আপাতত অজানা। ইমরান শুধু বললেন, ‘এটা কিছু না (কলঙ্কিত চেয়ার), আপনাদের সবার সহযোগিতা আশা করি।’

এত বড় একটা দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়বে, তিন দিন আগেও ভাবেননি ইমরান হোসেন তুষার।
দুর্নীতি ও অনিয়মের দায়ে ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার পর বাফুফে আজীবন নিষিদ্ধ করেছে আবু নাঈম সোহাগকে। সোহাগের জায়গায় পরশু ফেডারেশনের আপৎকালীন সাধারণ সম্পাদকের (জিএস) দায়িত্ব বর্তেছে ইমরানের কাঁধে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে কাজ শুরু করা ইমরান প্রটোকল বিভাগের ম্যানেজারও ছিলেন। এখন তিনি ফেডারেশনের একজন শীর্ষস্থানীয় কর্তা।
গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি পেলেও বসার কক্ষ বুঝে পেতে আরও কিছুদিন সময় লাগবে ইমরানের। তবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে গতকাল আজকের পত্রিকাকে ইমরান বললেন, ‘নতুন একটা দায়িত্ব পেয়েছি মাত্রই। সবার সঙ্গে বসে কাজ বুঝতে হবে। তারপর আপনাদের কিছু বলতে পারব। লিখিতভাবে দায়িত্ব বুঝে পেয়েছি আজ (গতকাল)। একটু সময় লাগবে।’
সময় অবশ্য খুব বেশিও নয় ইমরানের। আপাতত তিন মাসের দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিন মাস পর দায়িত্বের মেয়াদ আরেকটু বাড়তেও পারে তাঁর। তবে সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে চিন্তিত নন ইমরান, ‘কাজ তো কাজই, এক-দুই মাস বড় নয়। সময় যেটাই হোক, আমার যে কাজ, সেটা ঠিকঠাক করার চেষ্টা করব। কাজের মূল্যায়ন আমি চলে যাওয়ার পর আপনারা করবেন।’
সংক্ষিপ্ত সময় বলেই নয়, ইমরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তিনি এমন একটা চেয়ারে বসতে যাচ্ছেন, যেটি কলঙ্কিত হয়েছে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাঈমের আকণ্ঠ দুর্নীতি আর অনিয়মে। এ সময় ইমেজ সংকটে পড়া বাফুফের ভাবমূর্তি উদ্ধার কতটা করতে পারবেন ইমরান, সেই প্রশ্নের উত্তর আপাতত অজানা। ইমরান শুধু বললেন, ‘এটা কিছু না (কলঙ্কিত চেয়ার), আপনাদের সবার সহযোগিতা আশা করি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে