আজকের পত্রিকা ডেস্ক

প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচটা জিততে পারলে পরিপূর্ণ তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পারত মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফকিরেরপুল ইয়ংমেন্স সেটা হতে দিলে তো! আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় ইয়ংমেন্স ম্যাচটা ১-০ গোলে জিতে থামিয়ে দিল উড়তে থাকা সাদা কালোদের। ৬৬ মিনিটে দলটির উজবেক মিডফিল্ডার সারদর জাহানভের গোলে স্তব্ধতা নামে গ্যালারিতে। বাকি সময় একাধিক আক্রমণ করেও গোলটি আর শোধ করতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ভাঙল তাদের অজেয় যাত্রা। চলমান মৌসুমে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে এসে দেখল প্রথম হার।
যদিও গত মৌসুমে এতটা আগে হারের খাতা খোলেনি মোহামেডান। শুরু থেকে জয়ের ধারা অব্যাহত রাখা দলটি ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ১৫ তম ম্যাচে গিয়ে হেরেছিল। সেটা বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলে। অবশ্য তার আগের তিন মৌসুমের ফলাফল বিবেচনায় এবার প্রথম লেগ ভালোই কেটেছে আলফাজ আহমেদের শিষ্যদের। ২০২২-২৩ মৌসুমে লিগের চতুর্থ ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে বসে মোহামেডান। তার আগের মৌসুমে পঞ্চম রাউন্ডে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। আর ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে মোহামেডানকে প্রথম হারের পথ দেখিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেবার মৌসুম শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় মতিঝিলের ক্লাবটি।
প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম মোটেও ভালো যায়নি মোহামেডানের। বসুন্ধরা কিংসের একক আধিপত্যে লিগে সুবিধা করতে পারছে না তারা। গত মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে যাওয়ার পরও শিরোপাটা যায় কিংসের ঘরে। আর মোহামেডান হয় রানার্সআপ। তার আগের পাঁচ মৌসুমে তো সেরা তিনেও জায়গা হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটির। সর্বশেষ তারা ২০০২ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল। দীর্ঘদিন পর এবার আবার সেই স্বপ্ন বুনেছে। এখন দ্বিতীয় লেগে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হয়তো সুদিন ফিরে পেতে পারে দলটি।

প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচটা জিততে পারলে পরিপূর্ণ তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পারত মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফকিরেরপুল ইয়ংমেন্স সেটা হতে দিলে তো! আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় ইয়ংমেন্স ম্যাচটা ১-০ গোলে জিতে থামিয়ে দিল উড়তে থাকা সাদা কালোদের। ৬৬ মিনিটে দলটির উজবেক মিডফিল্ডার সারদর জাহানভের গোলে স্তব্ধতা নামে গ্যালারিতে। বাকি সময় একাধিক আক্রমণ করেও গোলটি আর শোধ করতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ভাঙল তাদের অজেয় যাত্রা। চলমান মৌসুমে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে এসে দেখল প্রথম হার।
যদিও গত মৌসুমে এতটা আগে হারের খাতা খোলেনি মোহামেডান। শুরু থেকে জয়ের ধারা অব্যাহত রাখা দলটি ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ১৫ তম ম্যাচে গিয়ে হেরেছিল। সেটা বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলে। অবশ্য তার আগের তিন মৌসুমের ফলাফল বিবেচনায় এবার প্রথম লেগ ভালোই কেটেছে আলফাজ আহমেদের শিষ্যদের। ২০২২-২৩ মৌসুমে লিগের চতুর্থ ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে বসে মোহামেডান। তার আগের মৌসুমে পঞ্চম রাউন্ডে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। আর ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে মোহামেডানকে প্রথম হারের পথ দেখিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেবার মৌসুম শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় মতিঝিলের ক্লাবটি।
প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম মোটেও ভালো যায়নি মোহামেডানের। বসুন্ধরা কিংসের একক আধিপত্যে লিগে সুবিধা করতে পারছে না তারা। গত মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে যাওয়ার পরও শিরোপাটা যায় কিংসের ঘরে। আর মোহামেডান হয় রানার্সআপ। তার আগের পাঁচ মৌসুমে তো সেরা তিনেও জায়গা হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটির। সর্বশেষ তারা ২০০২ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল। দীর্ঘদিন পর এবার আবার সেই স্বপ্ন বুনেছে। এখন দ্বিতীয় লেগে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হয়তো সুদিন ফিরে পেতে পারে দলটি।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে