
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ কিলিয়ান এমবাপ্পে কি খেলবেন—এই প্রশ্ন এখন সবার। নিউজ এজেন্সিগুলোর যা তথ্য, তাতে ফরাসি এই ফরোয়ার্ডকে খেলানোর ঝুঁকি না-ও নিতে পারেন কোচ দিদিয়ের দেশম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া একটা ছবি আবার কথা বলছে এমবাপ্পের খেলার পক্ষে। সেই ছবিতে নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলন করতে দেখা গেছে এমবাপ্পেকে। গতকাল অনুশীলন করলেন বিশেষ মাস্ক পরে।
প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে যায় এমবাপ্পের। সে কারণেই আজ তাঁর মাঠে নামা নিয়ে সংশয়। কেউ কেউ যখন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয়ও তাঁর খেলা নিয়ে সংশয় প্রকাশ করছেন, এমন পরিস্থিতিতেই দলীয় অনুশীলনে প্লাস্টার লাগিয়ে দেখা গেল এমবাপ্পেকে। এই ছবি দেখার পর তাঁর খেলার পক্ষে সহজ যুক্তি এটাই—প্লাস্টার লাগিয়ে অনুশীলন করতে পারলে ম্যাচ খেলতে দোষ কোথায়!
এমবাপ্পে নিজেও ঝুঁকি নিতে পছন্দ করেন। কিন্তু এখানে তাঁর চেয়ে কোচ দিদিয়ের দেশমের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে এমবাপ্পে না খেললে সেটি হবে নেদারল্যান্ডসের জন্য বড় একটা স্বস্তি। কারণ, ডাচরা এমবাপ্পের প্রিয় প্রতিপক্ষ। ইউরোর বাছাইপর্বেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। বাছাইয়ের দুই ম্যাচেই জিতেছিল ফ্রান্স। আর দুই ম্যাচেই জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। ডাচদের বিপক্ষে ছয় ম্যাচ ৫ গোল তাঁর। জাতীয় দলের জার্সিতে তাঁর ৪৭ গোলের প্রথমটিও ছিল ডাচদের বিপক্ষে।
তবে বিস্ময়জাগানিয়া তথ্য হলো, ইউরোর চূড়ান্ত পর্বে কোনো গোল নেই এমবাপ্পের। ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ খেললেও গোল করতে পারেননি। শুধু ২টিতে অ্যাসিস্ট আছে তাঁর। সুইসদের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটেও বল জালে জড়াতে পারেননি বিশ্ব ফুটবলের প্রার্থিত এই ফরোয়ার্ড।
তবে আজ এমবাপ্পে না খেললেও কোনো সমস্যা দেখেন না তাঁর জাতীয় দলের সতীর্থ আন্দ্রিয়ান রাবিয়াত, ‘অবশ্যই সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অধিনায়ক, পথপ্রদর্শক। তাই তাঁর না খেলার একটা প্রভাব তো থাকেই। তবে আমাদের স্কোয়াডটা অসাধারণ। এমবাপ্পের অনেক বিকল্প রয়েছে আমাদের হাতে।’
ফ্রান্সের মতো নেদারল্যান্ডসও জয় দিয়ে শুরু করেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। পোলিশদের হারিয়েছে ২-১ গোলে। সেই ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ডাচদের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। কিন্তু ফ্রান্সের বিপক্ষে জিততে হলে সব সুযোগই কাজে লাগাতে হবে ডাচদের। কোচ রোনাল্ড কোম্যান স্বীকার করলেন, ‘(পোল্যান্ডের বিপক্ষে) ভালো খেলেছি আমরা। কিন্তু জালে বল জড়ানোর সুযোগ সেভাবে কাজে লাগাতে পারিনি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো আপনিও বলবেন, আমরা জার্মানির মতো খেলি।’

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ কিলিয়ান এমবাপ্পে কি খেলবেন—এই প্রশ্ন এখন সবার। নিউজ এজেন্সিগুলোর যা তথ্য, তাতে ফরাসি এই ফরোয়ার্ডকে খেলানোর ঝুঁকি না-ও নিতে পারেন কোচ দিদিয়ের দেশম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া একটা ছবি আবার কথা বলছে এমবাপ্পের খেলার পক্ষে। সেই ছবিতে নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলন করতে দেখা গেছে এমবাপ্পেকে। গতকাল অনুশীলন করলেন বিশেষ মাস্ক পরে।
প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে যায় এমবাপ্পের। সে কারণেই আজ তাঁর মাঠে নামা নিয়ে সংশয়। কেউ কেউ যখন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয়ও তাঁর খেলা নিয়ে সংশয় প্রকাশ করছেন, এমন পরিস্থিতিতেই দলীয় অনুশীলনে প্লাস্টার লাগিয়ে দেখা গেল এমবাপ্পেকে। এই ছবি দেখার পর তাঁর খেলার পক্ষে সহজ যুক্তি এটাই—প্লাস্টার লাগিয়ে অনুশীলন করতে পারলে ম্যাচ খেলতে দোষ কোথায়!
এমবাপ্পে নিজেও ঝুঁকি নিতে পছন্দ করেন। কিন্তু এখানে তাঁর চেয়ে কোচ দিদিয়ের দেশমের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে এমবাপ্পে না খেললে সেটি হবে নেদারল্যান্ডসের জন্য বড় একটা স্বস্তি। কারণ, ডাচরা এমবাপ্পের প্রিয় প্রতিপক্ষ। ইউরোর বাছাইপর্বেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। বাছাইয়ের দুই ম্যাচেই জিতেছিল ফ্রান্স। আর দুই ম্যাচেই জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। ডাচদের বিপক্ষে ছয় ম্যাচ ৫ গোল তাঁর। জাতীয় দলের জার্সিতে তাঁর ৪৭ গোলের প্রথমটিও ছিল ডাচদের বিপক্ষে।
তবে বিস্ময়জাগানিয়া তথ্য হলো, ইউরোর চূড়ান্ত পর্বে কোনো গোল নেই এমবাপ্পের। ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ খেললেও গোল করতে পারেননি। শুধু ২টিতে অ্যাসিস্ট আছে তাঁর। সুইসদের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটেও বল জালে জড়াতে পারেননি বিশ্ব ফুটবলের প্রার্থিত এই ফরোয়ার্ড।
তবে আজ এমবাপ্পে না খেললেও কোনো সমস্যা দেখেন না তাঁর জাতীয় দলের সতীর্থ আন্দ্রিয়ান রাবিয়াত, ‘অবশ্যই সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অধিনায়ক, পথপ্রদর্শক। তাই তাঁর না খেলার একটা প্রভাব তো থাকেই। তবে আমাদের স্কোয়াডটা অসাধারণ। এমবাপ্পের অনেক বিকল্প রয়েছে আমাদের হাতে।’
ফ্রান্সের মতো নেদারল্যান্ডসও জয় দিয়ে শুরু করেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। পোলিশদের হারিয়েছে ২-১ গোলে। সেই ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ডাচদের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। কিন্তু ফ্রান্সের বিপক্ষে জিততে হলে সব সুযোগই কাজে লাগাতে হবে ডাচদের। কোচ রোনাল্ড কোম্যান স্বীকার করলেন, ‘(পোল্যান্ডের বিপক্ষে) ভালো খেলেছি আমরা। কিন্তু জালে বল জড়ানোর সুযোগ সেভাবে কাজে লাগাতে পারিনি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো আপনিও বলবেন, আমরা জার্মানির মতো খেলি।’

উগ্রবাদী হিন্দু্ত্বের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
৮ মিনিট আগে
রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
৪ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৫ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৭ ঘণ্টা আগে