ক্রীড়া ডেস্ক

প্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগৎও বাদ থাকে কী করে! মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহাম ম্যাচে ভিএআর নিয়ে আলোচনা উসকে দিয়েছেন পোস্তেগকোগলু। তা হওয়াটাই যে স্বাভাবিক। ৬৯ মিনিটে টটেনহামের মিডফিল্ডার প্যাপে মাতার সার সমতাসূচক গোল করেন। কিন্তু ভিএআর দেখে গোলটা বাতিল করা হয় মাতারের ফাউলের কারণে। প্রায় ২ মিনিট সময় লেগেছে গোল বাতিলের সিদ্ধান্তে পৌঁছাতে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় পেরিয়েও ১২ মিনিট বেশি খেলা হয়েছে।
পোস্তেকোগলুর দাবি, ভিএআর ফুটবলের বারোটা বাজালেও এদিকে কারও ভ্রুক্ষেপ নেই। টটেনহাম কোচ বলেন, ‘এটা (ভিএআর) খেলাকে ধ্বংস করছে। এমন খেলা তো কেউ আশা করেন না। কী হতে যাচ্ছে, সেটা আপনি জানেনও না। আপনি ১২ মিনিট ধরে অপেক্ষা করছেন। তবে খেলাটা যে এতে ধ্বংস হচ্ছে, সেটা নিয়ে কারও কোনো চিন্তা নেই।’
ফুটবলের মজা নষ্ট হলেও বিতর্কিত ঘটনা অনেকের পছন্দ বলে মনে করেন পোস্তেকোগলু। টটেনহাম কোচ বলেন, ‘আমার ধারণা সবাই নাটক, বিতর্কিত ঘটনা পছন্দ করে।এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে। এমনটা তো সবাই চায়। তবে খেলার মজাই এতে নষ্ট হয়ে যাচ্ছে।’
ভিএআর নিয়ে বিতর্কিত ঘটনার ম্যাচে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৫০ মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোল করেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাতে ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে এখন চেলসি। ৩০ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ৫২ পয়েন্ট দলটির।
চেলসির সমান ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহাম। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৬১ ও ৫৭। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১। সবাই খেলেছে ৩০টি করে ম্যাচ।

প্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগৎও বাদ থাকে কী করে! মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহাম ম্যাচে ভিএআর নিয়ে আলোচনা উসকে দিয়েছেন পোস্তেগকোগলু। তা হওয়াটাই যে স্বাভাবিক। ৬৯ মিনিটে টটেনহামের মিডফিল্ডার প্যাপে মাতার সার সমতাসূচক গোল করেন। কিন্তু ভিএআর দেখে গোলটা বাতিল করা হয় মাতারের ফাউলের কারণে। প্রায় ২ মিনিট সময় লেগেছে গোল বাতিলের সিদ্ধান্তে পৌঁছাতে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় পেরিয়েও ১২ মিনিট বেশি খেলা হয়েছে।
পোস্তেকোগলুর দাবি, ভিএআর ফুটবলের বারোটা বাজালেও এদিকে কারও ভ্রুক্ষেপ নেই। টটেনহাম কোচ বলেন, ‘এটা (ভিএআর) খেলাকে ধ্বংস করছে। এমন খেলা তো কেউ আশা করেন না। কী হতে যাচ্ছে, সেটা আপনি জানেনও না। আপনি ১২ মিনিট ধরে অপেক্ষা করছেন। তবে খেলাটা যে এতে ধ্বংস হচ্ছে, সেটা নিয়ে কারও কোনো চিন্তা নেই।’
ফুটবলের মজা নষ্ট হলেও বিতর্কিত ঘটনা অনেকের পছন্দ বলে মনে করেন পোস্তেকোগলু। টটেনহাম কোচ বলেন, ‘আমার ধারণা সবাই নাটক, বিতর্কিত ঘটনা পছন্দ করে।এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে। এমনটা তো সবাই চায়। তবে খেলার মজাই এতে নষ্ট হয়ে যাচ্ছে।’
ভিএআর নিয়ে বিতর্কিত ঘটনার ম্যাচে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৫০ মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোল করেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাতে ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে এখন চেলসি। ৩০ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ৫২ পয়েন্ট দলটির।
চেলসির সমান ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহাম। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৬১ ও ৫৭। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১। সবাই খেলেছে ৩০টি করে ম্যাচ।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১০ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১১ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১২ ঘণ্টা আগে