চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের।
টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন রিয়ালকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হয়। তাই আজ সমর্থকদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘সমর্থকেরা আমাদের তাড়না ও শক্তি জোগায়। তাঁরা আমাদের পরিশ্রমকে সহজ করে তোলে এবং তাঁদের প্রয়োজন হবে। আমরা এখনো টিকে আছি এবং আশা করি, বুধবার (আজ) রাতটি ভালোভাবে কাটবে।’
প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর লা লিগায়ও জয়ের মুখ দেখেনি আতলেতিকো। গেতাফের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়ানোটা কঠিন সিমিওনের জন্য, ‘খারাপ ম্যাচ খেলায় খেলোয়াড়রাও ভালো অনুভব করছে না। আমাদের একতাবদ্ধ ও শক্তিশালী হতে হবে। উন্নতির আশা বাদে আমরা অন্য কিছু কল্পনা করছি না।’
রিয়ালের শক্তি অবশ্য বাড়ছে। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও আজ মাঠে নামছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। এ ছাড়া রদ্রিগো তো আছেনই। চ্যাম্পিয়নস লিগ যার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়নস লিগকে ভালোবাসার কথা আমি বরাবরই বলি, এখানে আমি সব সময় ভালো করি। টুর্নামেন্টটি আমার জন্য স্পেশাল। এবারও অসাধারণ এক মৌসুম কাটাচ্ছি এবং দলকে আরও বেশি সহায়তা করতে চাই। এমবাপ্পে ও ভিনির সঙ্গে খেলা আমার জন্য খুবই স্পেশাল। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলা এবং আক্রমণের অংশ হওয়াটা স্বপ্নের মতো। প্রতিদিন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।’
নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যাওয়ার আগে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দুটো গোলই আসে প্রথমার্ধে। তাই এমবাপ্পে-ভিনিদের কাছ থেকে তেমনই পারফরম্যান্স চান কোচ কার্লো আনচেলত্তি, ‘প্রথমার্ধের মতো যদি খেলতে পারি তাহলে জেতার ভালো সুযোগ আছে।’
আতলেতিকোর মতো কঠিন পরীক্ষা গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডেরও। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।
আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা। অ্যাস্টন ভিলাও তাই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি।
শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের।
টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন রিয়ালকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হয়। তাই আজ সমর্থকদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘সমর্থকেরা আমাদের তাড়না ও শক্তি জোগায়। তাঁরা আমাদের পরিশ্রমকে সহজ করে তোলে এবং তাঁদের প্রয়োজন হবে। আমরা এখনো টিকে আছি এবং আশা করি, বুধবার (আজ) রাতটি ভালোভাবে কাটবে।’
প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর লা লিগায়ও জয়ের মুখ দেখেনি আতলেতিকো। গেতাফের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়ানোটা কঠিন সিমিওনের জন্য, ‘খারাপ ম্যাচ খেলায় খেলোয়াড়রাও ভালো অনুভব করছে না। আমাদের একতাবদ্ধ ও শক্তিশালী হতে হবে। উন্নতির আশা বাদে আমরা অন্য কিছু কল্পনা করছি না।’
রিয়ালের শক্তি অবশ্য বাড়ছে। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও আজ মাঠে নামছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। এ ছাড়া রদ্রিগো তো আছেনই। চ্যাম্পিয়নস লিগ যার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়নস লিগকে ভালোবাসার কথা আমি বরাবরই বলি, এখানে আমি সব সময় ভালো করি। টুর্নামেন্টটি আমার জন্য স্পেশাল। এবারও অসাধারণ এক মৌসুম কাটাচ্ছি এবং দলকে আরও বেশি সহায়তা করতে চাই। এমবাপ্পে ও ভিনির সঙ্গে খেলা আমার জন্য খুবই স্পেশাল। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলা এবং আক্রমণের অংশ হওয়াটা স্বপ্নের মতো। প্রতিদিন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।’
নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যাওয়ার আগে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দুটো গোলই আসে প্রথমার্ধে। তাই এমবাপ্পে-ভিনিদের কাছ থেকে তেমনই পারফরম্যান্স চান কোচ কার্লো আনচেলত্তি, ‘প্রথমার্ধের মতো যদি খেলতে পারি তাহলে জেতার ভালো সুযোগ আছে।’
আতলেতিকোর মতো কঠিন পরীক্ষা গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডেরও। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।
আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা। অ্যাস্টন ভিলাও তাই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি।
আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
৪৪ মিনিট আগেকেউ আমাকে সহজে খেলবে, মানতে পারি না বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তানজিম হাসান সাকিব। আক্রমণাত্মক বোলিং ও মনোভাব দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন তানজিম। তবে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি তাঁর ভালো যায়নি, ছিলেন উইকেটশূন্য।
১ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। প্রতিপক্ষের মাঠে প্রায় ৩৫ হাজার দর্শকের সামনে পারফর্ম করা চাট্টিখানি কথা নয়। কাল এমন একটি ম্যাচের চাপ সামলে আজ বাংলাদেশে পা রাখছেন হামজা চৌধুরী। আসছেন স্বপ্নকে সত্যিতে রূপ দিতে। এমন মুহূর্তের জন্য হামজা তো বটেই, অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা...
১ ঘণ্টা আগেবোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১৩ ঘণ্টা আগে