Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগ

রিয়াল না আতলেতিকো যাচ্ছে কোয়ার্টারে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০: ২৫
আজ মাদ্রিদ ডার্বিতে দেখা যাবে জুড বেলিংহামকে। ফাইল ছবি
আজ মাদ্রিদ ডার্বিতে দেখা যাবে জুড বেলিংহামকে। ফাইল ছবি

শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের।

টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন রিয়ালকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হয়। তাই আজ সমর্থকদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘সমর্থকেরা আমাদের তাড়না ও শক্তি জোগায়। তাঁরা আমাদের পরিশ্রমকে সহজ করে তোলে এবং তাঁদের প্রয়োজন হবে। আমরা এখনো টিকে আছি এবং আশা করি, বুধবার (আজ) রাতটি ভালোভাবে কাটবে।’

প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর লা লিগায়ও জয়ের মুখ দেখেনি আতলেতিকো। গেতাফের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়ানোটা কঠিন সিমিওনের জন্য, ‘খারাপ ম্যাচ খেলায় খেলোয়াড়রাও ভালো অনুভব করছে না। আমাদের একতাবদ্ধ ও শক্তিশালী হতে হবে। উন্নতির আশা বাদে আমরা অন্য কিছু কল্পনা করছি না।’

রিয়ালের শক্তি অবশ্য বাড়ছে। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও আজ মাঠে নামছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। এ ছাড়া রদ্রিগো তো আছেনই। চ্যাম্পিয়নস লিগ যার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়নস লিগকে ভালোবাসার কথা আমি বরাবরই বলি, এখানে আমি সব সময় ভালো করি। টুর্নামেন্টটি আমার জন্য স্পেশাল। এবারও অসাধারণ এক মৌসুম কাটাচ্ছি এবং দলকে আরও বেশি সহায়তা করতে চাই। এমবাপ্পে ও ভিনির সঙ্গে খেলা আমার জন্য খুবই স্পেশাল। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলা এবং আক্রমণের অংশ হওয়াটা স্বপ্নের মতো। প্রতিদিন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।’

নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যাওয়ার আগে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দুটো গোলই আসে প্রথমার্ধে। তাই এমবাপ্পে-ভিনিদের কাছ থেকে তেমনই পারফরম্যান্স চান কোচ কার্লো আনচেলত্তি, ‘প্রথমার্ধের মতো যদি খেলতে পারি তাহলে জেতার ভালো সুযোগ আছে।’

আতলেতিকোর মতো কঠিন পরীক্ষা গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডেরও। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।

আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা। অ্যাস্টন ভিলাও তাই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত