Ajker Patrika

রোনালদোর ১ গোলের দাম কোটি টাকা

রোনালদোর ১ গোলের দাম কোটি টাকা

ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোলে এগিয়ে থাকার পরও জয় নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে পর্তুগিজ যুবরাজ পূরণ করেন পেশাদার ক্যারিয়ারের ৬০ তম হ্যাটট্রিক। তাঁর ৩ গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে তলানিতে থাকা নরউইচ সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফেরে রেড ডেভিলরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ম্যানইউর হয়ে ২১টি গোল হলো রোনালদোর। প্রতিশ্রুতি মোতাবেক ২০ গোলের মাইলফলকে পৌঁছানোর কারণে পর্তুগিজ সেনসেশন পাচ্ছেন সাড়ে ৭ লাখ পাউন্ড। আর হ্যাটট্রিকের জন্য আরও ১ লাখ পাউন্ড বোনাস পাচ্ছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এখন পর্যন্ত এই মৌসুমে গোল করে রোনালদোর আয় হলো প্রায় ৯ কোটি ৬৫ লাখ টাকা।

শিরোপা খরায় মৌসুম শেষ করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই মৌসুমে তাদের একমাত্র চ্যালেঞ্জ এখন সেরা চারে থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করা। পাঁচে থাকা রেড ডেভিলদের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব নয়। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বাড়তি বোনাসের ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যমের।

বিশেষ করে রোনালদোর জন্য আলাদা ব্যবস্থা করেছে ম্যানইউ। ইংলিশ লিগের বাকি ছয় ম্যাচে প্রতি গোলের জন্য রোনালদো পাবেন অতিরিক্ত ১ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তাঁর গোলের মূল দাঁড়াচ্ছে প্রায় ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা। আর ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেন রোনালদো বোনাস পাবেন পৌনে ৩ মিলিয়ন ইউরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত