উপল বড়ুয়া, ঢাকা

মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।

মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
১ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৩ ঘণ্টা আগে