Ajker Patrika

৮ গোলের রোমাঞ্চ, টাইব্রেকার, চ্যাম্পিয়ন মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ৩০ মে ২০২৩, ১৯: ৩৫
৮ গোলের রোমাঞ্চ, টাইব্রেকার, চ্যাম্পিয়ন মোহামেডান

রংহীন প্রথমার্ধটা ছিল একপেশে, আবাহনীর আক্রমণে কোণঠাসা মোহামেডান। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্রটা পাল্টাল পরতে পরতে। আবাহনীর সঙ্গে যেন একাই খেললেন মোহামেডানের মালিয়ান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ম্যাচ কখনো হেলে পড়ল আবাহনীর দিকে, আবার কখনো এগিয়ে গেল মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ১২০ মিনিটের লড়াইয়ে ৮ গোলের থ্রিলার, সেখান শিরোপার নিষ্পত্তি হলো টাইব্রেকারে। সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা ম্যাচ দেখল বাংলাদেশের ফুটবল। 

আবাহনী কিংবা মোহামেডান; দুই দলেরই সমর্থকদের আশা ছিল চোখজুড়ানো এক ফাইনাল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকদের সেই তৃষ্ণাটা পুরোটাই মিটিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কাঙ্ক্ষিত দ্বৈরথ। ফেডারেশন কাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল উপহার দিয়েছে আবাহনী-মোহামেডান। ১২০ মিনিটে ৪-৪ গোলে সমতায় থাকা ম্যাচ শেষ পর্যন্ত গড়িয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ জিতেছে ক্ষুধার্ত মোহামেডান।

এই শিরোপায় ৯ বছরের দীর্ঘ শিরোপা খরাও কেটেছে সাদা-কালো শিবিরের। ২০১৪ সালের স্বাধীনতা কাপের পর এই প্রথম শিরোপা জিতল মোহামেডান। দলকে জিতিয়ে ইতিহাস গড়েছেন মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। ফাইনালে একাই চার গোল করে শিরোপা থেকে দূরে ঠেলে দিয়েছে আবাহনীকে। ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে ফাইনালে এটিই প্রথম হ্যাটট্রিক।

 ফল দেখে ম্যাচের শুরুটা নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন যে কেউ। মনে হতে পারে হাড্ডাহাড্ডি একটা ম্যাচই হয়েছে শুরুতে। তবে বাস্তবতা হচ্ছে, প্রথম ৪৫ মিনিটে আবাহনীর কাছে পাত্তাই পায়নি মোহামেডান।

ম্যাচে আবাহনীর শুরুটা ছিল আক্রমণাত্মক। মোহামেডান তাদের পাল্টা আক্রমণের চেনা ছকেই শুরু করল। তবে শুরুর পনেরো মিনিটে কোনো পক্ষই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না।

৮ গোলের ম্যাচে গোলের সূচনাটা করেন ফয়সাল আহমেদ ফাহিম। ১৬ মিনিটে এমেকা ওগবাহর থ্রু পাস ধরে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফাহিম। এই গোলের পরই গ্যালারিতে আবাহনী সমর্থকেরা পটকা ফোটাতে শুরু করেন!

আবাহনীকে ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিন্দ্রেস। ৪৩ মিনিটে হৃদয়ের লং পাস নিয়ন্ত্রণ নেওয়া কলিনদ্রেসকে আটকাতে পারেননি মোহামেডানের ডিফেন্ডার হাসান মুরাদ। ডান পায়ের দারুণ শটে সুজনকে এবার পরাস্ত করেন কোস্টারিকার ফরোয়ার্ড।

প্রথমার্ধে কোণঠাসা মোহামেডানকে দ্বিতীয়ার্ধে জাগিয়ে তোলেন সুলেমান দিয়াবাতে। বিরতি থেকে ফিরে দ্বিতীয় মিনিট থেকেই আক্রমণে মোহামেডান। বলতে গেলে ম্যাচে এটাই তাদের প্রথম সুযোগ। উজবেক মিডফিল্ডার মুজাফফরজন মুজাফফরভের ফ্রিকিক মানবদেয়ালে প্রতিহত হলে ফাঁকায় বল পেয়েছিলেন সুলেমান দিয়াবাতে। মোহামেডান অধিনায়কের শট কর্নারের বিনিময়ে ফেরান আবাহনীর এক খেলোয়াড়। ৫২ মিনিটে আবারও সুযোগ মোহামেডানের। এবার ইমানুয়েল সানডের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

তবে আক্রমণাত্মক ফুটবলে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোলে মোহামেডানকে সমতায় ফেরান সুলেমান দিয়াবাতে। ৫৬ মিনিটে বক্স বরাবর কামরুল ইসলামের শটে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন রহমত মিয়া। ফাঁকায় বল পান দিয়াবাতে। তাঁর প্লেসিং শট আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

প্রথম গোলের চার মিনিট পর আবারও সুলেমান জাদু। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে মুজাফফরভের শট ফিস্ট করে ফেরান আবাহনী গোলরক্ষক সোহেল। তাঁর ফিস্টে বক্সের বাঁ প্রান্তে বল পান জাফর ইকবাল। জাফরের শট থেকে লাফিয়ে হেডে বল জালে জড়িয়ে মোহামেডান সমর্থকদের উল্লাসে ভাসান মালিয়ান ফরোয়ার্ড।

সমতা ফিরতেই জমে ওঠে ম্যাচ। পাল্লা দিয়ে বাড়তে থাকে আবাহনীর আক্রমণও। ৬৫ মিনিটে এমেকা ওগবাহর হেডে বল ফেরে ক্রসবারে লেগে। পরের মিনিটেই গোল করে সেই আক্ষেপ মেটান আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড। ফয়সাল আহমেদ ফাহিমের শট ঝাঁপিয়ে ফিস্ট করেছিলেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। সুযোগের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ওগবাহ। সুজনের গ্লাভসে লেগে ফিরে আসা বলে আলতো টোকায় বল জড়ান জালে। 
মোহামেডানকে আবারও সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন সুলেমান দিয়াবাতে। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। ৭৫ মিনিটে জাফর ক্রস থেকে সুলেমানের হেড সাইডবার দিয়ে চলে যায় বাইরে।

কিন্তু ৮৩ মিনিটে সুলেমানকে আর আটকাতে পারেনি আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীদের রক্ষণ ভেঙে ঠিকই তুলে নিয়েছেন হ্যাটট্রিক। খেলায় ফেরান প্রাণ। কামরুল ইসলামের কর্নার থেকে সুলেমানের হেড দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না আবাহনী গোলরক্ষকের। 
নির্ধারিত ৯০ মিনিটের অন্তিম সময়ে ম্যাচটা প্রায় জিতেই নিয়েছিল আবাহনী। কিন্তু অধিনায়ক রাফায়েল অগুস্তোর শট আটকে দেন বদলি নামা ডিফেন্ডার রাজীব হোসেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথম আক্রমণটা মোহামেডানের। ৯২ মিনিটে ইমানুয়েল সানডের শট ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক। অবদান কম নয় মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনেরও। মাত্র এক মিনিটে দুটি দারুণ সেভে দলকে রক্ষা করেন মোহামেডান গোলরক্ষক। ৯৫ মিনিটে রাফায়েল অগুস্তোর শট কর্নারের বিনিময়ে ফেরান সুজন। দানিয়েল কলিন্দ্রেসে কর্নার থেকে বদলি ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর হেডও একইভাবে ঠেকিয়ে দেন সুজন।

অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে বড় ভুল করে বসেন আবাহনী গোলরক্ষক সোহেল। বল পায়ে ছুটতে থাকা সুলেমান দিয়াবাতেকে ফেলে দেন আবাহনী গোলরক্ষক, পেনাল্টির বাঁশি বাজান রেফারি আলমগীর সরকার। স্পট কিকে নিজেই শট নিয়ে প্রথমবারের মতো মোহামেডানকে এগিয়ে দেন মালিয়ান ফরোয়ার্ড।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে সবচেয়ে বড় ধাক্কাটা খায় মোহামেডান। পুরো ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা গোলরক্ষক সুজন চোট নিয়ে মাঠ ছাড়েন কাঁদতে কাঁদতে। সুজনের বদলি হিসেবে মাঠে নামেন আহসান হাবিব।

মোহামেডানের দুর্বলতাকে দারুণভাবে কাজে লাগিয়ে মাত্র তিন মিনিট আগে অসাধারণ এক গোলে আবাহনীকে ম্যাচে ফেরান রহমত মিয়া। ১১৭ মিনিটে বক্সের বাইরে থেকে রহমত মিয়ার বুলেট গতির শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি বদলি গোলরক্ষক আহসান। শিরোপার নিষ্পত্তির জন্য খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। আবাহনীর হয়ে প্রথম শট নিতে আসেন রাফায়েল অগুস্তো, কিন্তু নষ্ট করেন শট। মোহামেডানের হয়ে একমাত্র শটটি নষ্ট করেন শাহরিয়ার ইমন। আবাহনীর হয়ে দ্বিতীয় শটটি নষ্ট করেন দানিয়েল কলিন্দ্রেস। শেষ শটে কামরুল ইসলাম বল জালে জড়ালে দীর্ঘ অপেক্ষার পর শিরোপার উচ্ছ্বাসে মেতে ওঠেন মোহামেডানের সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

ভারতকে একঘরে করতে দক্ষিণ এশিয়ায় নয়া জোটের সন্ধানে পাকিস্তান, সফল হবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে, প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। ছবি: ফিফা
আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। ছবি: ফিফা

৪৮ দলের মধ্যে ৪২ দল টিকিট কেটে রেখেছে বিশ্বকাপের। এর মধ্যে আছে ব্রাজিল-আর্জেন্টিনা। আর বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনায় বিভাজিত হয়ে পড়ে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র। সোনালি ট্রফিটি নিজের করে নেওয়ার জন্য সব দল হিসাব-নিকাশ শুরু করে দেবে এখন।

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকোসহ আরও দুই স্বাগতিক কানাডা ও যুক্তরাষ্ট্রের গ্রুপিং আগে থেকেই ঠিক করা ছিল। আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মূলপর্ব যখন শুরু হলো পাত্র থেকে প্রথমে তোলা হয় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। ‘সি’ গ্রুপে রাখা হয় তাদের। ১৩ জুন গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপে রয়েছে হাইতি ও ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

দেখে নিন বিশ্বকাপে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী।

গ্রুপ ‘বি’: কানাডা, প্লে অফ ‘এ’ জয়ী, কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী দল।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী দল, তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী দল, নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড. ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

ভারতকে একঘরে করতে দক্ষিণ এশিয়ায় নয়া জোটের সন্ধানে পাকিস্তান, সফল হবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০: ১১
পুরস্কার পেয়ে ফিফা সভাপতির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের করমর্দন। ছবি: ফিফা
পুরস্কার পেয়ে ফিফা সভাপতির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের করমর্দন। ছবি: ফিফা

‘শান্তি পুরস্কার’ নামে নতুন এক বার্ষিক পুরস্কার দেওয়ার পন্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবার এই পুরস্কার জিতে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে চলছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যদিও মূলপর্বে এখনো শুরু হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দেওয়া হলো শান্তি পুরস্কার। ফিফার ভাষায় শান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া এবং বিশ্বের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা লোকই পাবেন এই পুরস্কার। সেই বিবেচনায় এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প।

পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি—উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল অথবা যেটাকে আমরা ‘সকার’ বলি—এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থায় ছিল না, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

ভারতকে একঘরে করতে দক্ষিণ এশিয়ায় নয়া জোটের সন্ধানে পাকিস্তান, সফল হবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ইংলিশ ক্লাবের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৩
রাসেল ডমিঙ্গো। ছবি: এক্স
রাসেল ডমিঙ্গো। ছবি: এক্স

কাউন্টি ক্রিকেটের দল হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই বছরের জন্য হ্যাম্পশায়ারের কোচিং প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ৫১ বছর বয়সী ডমিঙ্গো।

এর আগে ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন ডমিঙ্গো। ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। বাংলাদেশের কোচ হিসেবে বেশ বিতর্ক হয়েছে ডমিঙ্গোকে নিয়ে। তাঁর দল ও একাদশ নির্বাচন নিয়ে বরাবরই বেশ সমালোচনা ছিল দেশের ক্রিকেটপাড়ায়।

কোচিং ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকাতেই সবচেয়ে বেশি সময় পার করেছেন ডমিঙ্গো। প্রোটিয়াদের অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৯, ‘বি’ ও ‘এ’ দলের হয়ে কাজ করেছেন তিনি। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্ব পান। এই দায়িত্বে ছিলেন ২০১৭ সাল পর্যন্ত। নিজ দেশ দিয়েই জাতীয় দলে কোচিং অধ্যায় শুরু করেন ডমিঙ্গো। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত আর কোনো জাতীয় দলের ডাগআউটে বসা হয়নি তাঁর।

বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের কোচ হন ডমিঙ্গো। মাঝে পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) লাহোর কালান্দার্সের কোচিং করিয়েছেন। প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, হ্যাম্পশায়ারের দায়িত্ব পেলেও একই সঙ্গে লায়ন্সের কোচিংয়ের ভূমিকায়ও দেখা যাবে তাঁকে।

সাত বছর কাজ করা আদ্রিয়ান ব্যারেলের জায়গায় হ্যাম্পশায়ারের কোচ হলেন ডমিঙ্গো। ইংলিশ ক্লাবটিতে ব্যাটিং কোচ হিসেবে জিমি অ্যাডামসকে পাবেন তিনি। বোলিং কোচের দায়িত্বে থাকছেন শেইন বার্গার। এই প্রোটিয়া কোচ আগে স্কটল্যান্ড দলে কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

ভারতকে একঘরে করতে দক্ষিণ এশিয়ায় নয়া জোটের সন্ধানে পাকিস্তান, সফল হবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ব্রাজিলের ক্লাবের কাছে পাত্তাই পেলেন না বীতশোক-কাসপাররা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২৩: ১৫
লাতিন-বাংলা সুপার কাপে হেরেছে রেড গ্রিন ফিউচার স্টার। ছবি: সংগৃহীত
লাতিন-বাংলা সুপার কাপে হেরেছে রেড গ্রিন ফিউচার স্টার। ছবি: সংগৃহীত

লাতিন ফুটবলের সঙ্গে কতটুকু পেরে উঠতে পারবেন বীতশোক-কাসপাররা, সেটাই ছিল দেখার। প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব সাও বের্নার্দোর শারীরিক সামর্থ্য ও শৈল্পিক ফুটবলের সামনে পাত্তাই পেলেন না। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার তাই লাতিন-বাংলা সুপার কাপে আজ প্রথম ম্যাচে হেরেছে ৪-০ গোলে।

জাতীয় স্টেডিয়ামে ২৭ মিনিটে বাইলাইনের একটু ওপর থেকে মেন্দেসের কাট ব্যাকে মুরিওর জোরালো প্লেসিং শট চোখের পলকে জালে জড়ায়। ৩১তম মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের কাছে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি তিনি। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাজিলের দলটি।

৫০তম মিনিটে ১৭ নম্বরের সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। ৬৫তম মিনিটে বডি ডজে ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ভিতিনিও। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

ভারতকে একঘরে করতে দক্ষিণ এশিয়ায় নয়া জোটের সন্ধানে পাকিস্তান, সফল হবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত