
খ্যাতির বিড়ম্বনায় তারকা খেলোয়াড়দের পড়তে হয় বারবার। দারুণ খেললে যেমন প্রশংসা পান, তেমনি কোনো রকম ভুল হলে তাঁদের নিয়ে বিদ্রূপ করতে ছাড়েন না ভক্ত-সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে গত রাতে পেনাল্টি মিসের পর আর্লিং হালান্ড হয়েছেন ট্রলের শিকার।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস ও হালান্ডের ছবি জোড়া লাগিয়ে পারফরম্যান্সের তুলনা করেছে চ্যাম্পিয়নস লিগে। সেখানে লেখা ছিল, ২০২৪-২৫ মৌসুমে আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলে হালান্ডের গোল ১৭। গিওকেরেসের গোল ২২। সেই ব্যবধান কমানোর সুযোগ এসেছিল হালান্ডের কাছে। তবে ৬৯ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে বাঁ পায়ের শট নিলে সেটা গোলবারে আটকে যায়। ম্যাচ শেষে সুইডেন ফুটবলের অফিশিয়াল এক্স হ্যান্ডল গিওকেরেসের সংখ্যা বাড়িয়ে ২৫ করেছে। হালান্ডেরটা সেই ১৭ লিখেছে। নিচে চ্যাম্পিয়নস লিগের সেই কার্ডটা পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ম্যান সিটিকে ৪-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। চার মিনিটে সিটির একমাত্র গোল করেন ফিল ফোডেন। আধা ঘণ্টারও বেশি সময় গোল হজম না করা সিটি এরপর লাগাতার গোল খেতে থাকে। হ্যাটট্রিক করেছেন গিওকেরেস। অপর গোলটি করেন ম্যাক্সিমিলানো আরাউহো। হারের পর হতাশা ধরে রাখতে পারেননি বার্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডার ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা হতাশাজনক। কারণ আমরা এখন অন্ধকারে আছি। সবকিছুতেই ভুল হচ্ছে। এমনকি আমরা ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারি না। দ্রুতই গোল হজম করি।’
স্পোর্টিং সিপি ৪ গোলের মধ্যে ২টিই করেছে পেনাল্টি থেকে। ৪৯ ও ৮০ মিনিটে গোল ২টি করেন দলটির ফরোয়ার্ড গিওকেরেস। বিশাল ব্যবধানে হারের হতাশা লুকোতে পারেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা, ‘ফল তো এখানেই। স্পোর্টিংকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তারপর আমরা সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি। এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে আমাদের তৃতীয় ও চতুর্থ গোল দুটি হজম করা উচিত হয়নি।’

খ্যাতির বিড়ম্বনায় তারকা খেলোয়াড়দের পড়তে হয় বারবার। দারুণ খেললে যেমন প্রশংসা পান, তেমনি কোনো রকম ভুল হলে তাঁদের নিয়ে বিদ্রূপ করতে ছাড়েন না ভক্ত-সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে গত রাতে পেনাল্টি মিসের পর আর্লিং হালান্ড হয়েছেন ট্রলের শিকার।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস ও হালান্ডের ছবি জোড়া লাগিয়ে পারফরম্যান্সের তুলনা করেছে চ্যাম্পিয়নস লিগে। সেখানে লেখা ছিল, ২০২৪-২৫ মৌসুমে আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলে হালান্ডের গোল ১৭। গিওকেরেসের গোল ২২। সেই ব্যবধান কমানোর সুযোগ এসেছিল হালান্ডের কাছে। তবে ৬৯ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে বাঁ পায়ের শট নিলে সেটা গোলবারে আটকে যায়। ম্যাচ শেষে সুইডেন ফুটবলের অফিশিয়াল এক্স হ্যান্ডল গিওকেরেসের সংখ্যা বাড়িয়ে ২৫ করেছে। হালান্ডেরটা সেই ১৭ লিখেছে। নিচে চ্যাম্পিয়নস লিগের সেই কার্ডটা পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ম্যান সিটিকে ৪-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। চার মিনিটে সিটির একমাত্র গোল করেন ফিল ফোডেন। আধা ঘণ্টারও বেশি সময় গোল হজম না করা সিটি এরপর লাগাতার গোল খেতে থাকে। হ্যাটট্রিক করেছেন গিওকেরেস। অপর গোলটি করেন ম্যাক্সিমিলানো আরাউহো। হারের পর হতাশা ধরে রাখতে পারেননি বার্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডার ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা হতাশাজনক। কারণ আমরা এখন অন্ধকারে আছি। সবকিছুতেই ভুল হচ্ছে। এমনকি আমরা ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারি না। দ্রুতই গোল হজম করি।’
স্পোর্টিং সিপি ৪ গোলের মধ্যে ২টিই করেছে পেনাল্টি থেকে। ৪৯ ও ৮০ মিনিটে গোল ২টি করেন দলটির ফরোয়ার্ড গিওকেরেস। বিশাল ব্যবধানে হারের হতাশা লুকোতে পারেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা, ‘ফল তো এখানেই। স্পোর্টিংকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তারপর আমরা সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি। এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে আমাদের তৃতীয় ও চতুর্থ গোল দুটি হজম করা উচিত হয়নি।’

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১২ ঘণ্টা আগে