
বায়ার্ন মিউনিখে ৯ মৌসুম একসঙ্গে খেলেছেন রবার্ট লেভানডফস্কি ও থমাস মুলার। বল দেওয়া-নেওয়ায় দুই তারকা ফরোয়ার্ডের মধ্যকার বোঝাপড়াও ছিল অসাধারণ।
লেভা এ মৌসুমে বার্সেলোনায় যোগ দিলেও মুলার থেকে গেছেন বায়ার্নেই। যদিও তাঁদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে। চ্যাম্পিয়নস লিগের সুবাদে দুই বন্ধুর পুনর্মিলনীও হচ্ছে আজ।
রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ‘মৃত্যুকূপ’ তকমা পাওয়া ‘সি’ গ্রুপের ম্যাচে লেভার বার্সাকে আতিথ্য দেবে মুলারের বায়ার্ন। এক রাতের জন্য মিউনিখে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন পোলিশ তারকা। এত দিন মুলারের পাসে কত গোলই তো করেছেন তিনি। তবে আজ কাজটা করতে হবে বার্সা সতীর্থের পাসে।
কিন্তু মুলার যদি ভুলে যান! দীর্ঘ দিনের অভ্যাস বদলাতে না পেরে ভুলে লেভাকে পাস দেন, তাহলে নিশ্চিতভাবেই বায়ার্নের সর্বনাশ ডেকে আনবেন তিনি। সে কারণেই মুলারকে সতর্ক করে দিয়েছেন এ মৌসুমে লিভারপুল ছেড়ে জার্মান ক্লাবে আসা সাদিও মানে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুলার বলেছেন, ‘সাদিও মানে আমাকে গত ১০ দিন ধরে মজা করে বলে আসছে, যাতে ভুলবশতও লেভিকে (লেভানডফস্কিকে) বল পাস না দিই।’
ঠাট্টা ছেড়ে একটু পরেই অবশ্য সিরিয়াস মুলার, ‘শুধু লেভাকে কড়া পাহারায় রাখলে চলবে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। মাঠে সবার সঙ্গে সবার সংযোগ কয়েক বছর ধরে গড়ে উঠেছে। লেভা না থাকলেও অনেক কার্যকরী ফরোয়ার্ড রয়েছে। প্রতিপক্ষ এখনো জানে না যে, আমাদের আসল স্ট্রাইকার কে।’
মুলার যা-ই বলুন না কেন, নিজেদের ঘরোয়া লিগের দিকে তাকালে বার্সাকেই আজ এগিয়ে রাখতে হবে। যদিও গত তিন বছর বার্সার কাঁধ থেকে ‘বায়ার্ন ভূত’ তাড়ানো যাচ্ছে না। সর্বশেষ তিন দেখায় বাভারিয়ানদের বিপক্ষে ১৪ গোল হজম করেছে কাতালান ক্লাবটি। লেভাকে নিয়ে এবার সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার পালা জাভি হার্নান্দেজের।

বায়ার্ন মিউনিখে ৯ মৌসুম একসঙ্গে খেলেছেন রবার্ট লেভানডফস্কি ও থমাস মুলার। বল দেওয়া-নেওয়ায় দুই তারকা ফরোয়ার্ডের মধ্যকার বোঝাপড়াও ছিল অসাধারণ।
লেভা এ মৌসুমে বার্সেলোনায় যোগ দিলেও মুলার থেকে গেছেন বায়ার্নেই। যদিও তাঁদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে। চ্যাম্পিয়নস লিগের সুবাদে দুই বন্ধুর পুনর্মিলনীও হচ্ছে আজ।
রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ‘মৃত্যুকূপ’ তকমা পাওয়া ‘সি’ গ্রুপের ম্যাচে লেভার বার্সাকে আতিথ্য দেবে মুলারের বায়ার্ন। এক রাতের জন্য মিউনিখে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন পোলিশ তারকা। এত দিন মুলারের পাসে কত গোলই তো করেছেন তিনি। তবে আজ কাজটা করতে হবে বার্সা সতীর্থের পাসে।
কিন্তু মুলার যদি ভুলে যান! দীর্ঘ দিনের অভ্যাস বদলাতে না পেরে ভুলে লেভাকে পাস দেন, তাহলে নিশ্চিতভাবেই বায়ার্নের সর্বনাশ ডেকে আনবেন তিনি। সে কারণেই মুলারকে সতর্ক করে দিয়েছেন এ মৌসুমে লিভারপুল ছেড়ে জার্মান ক্লাবে আসা সাদিও মানে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুলার বলেছেন, ‘সাদিও মানে আমাকে গত ১০ দিন ধরে মজা করে বলে আসছে, যাতে ভুলবশতও লেভিকে (লেভানডফস্কিকে) বল পাস না দিই।’
ঠাট্টা ছেড়ে একটু পরেই অবশ্য সিরিয়াস মুলার, ‘শুধু লেভাকে কড়া পাহারায় রাখলে চলবে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। মাঠে সবার সঙ্গে সবার সংযোগ কয়েক বছর ধরে গড়ে উঠেছে। লেভা না থাকলেও অনেক কার্যকরী ফরোয়ার্ড রয়েছে। প্রতিপক্ষ এখনো জানে না যে, আমাদের আসল স্ট্রাইকার কে।’
মুলার যা-ই বলুন না কেন, নিজেদের ঘরোয়া লিগের দিকে তাকালে বার্সাকেই আজ এগিয়ে রাখতে হবে। যদিও গত তিন বছর বার্সার কাঁধ থেকে ‘বায়ার্ন ভূত’ তাড়ানো যাচ্ছে না। সর্বশেষ তিন দেখায় বাভারিয়ানদের বিপক্ষে ১৪ গোল হজম করেছে কাতালান ক্লাবটি। লেভাকে নিয়ে এবার সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার পালা জাভি হার্নান্দেজের।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে