ক্রীড়া ডেস্ক

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসি না খেললেও মার্চে উরুগুয়ে ও ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। সেবারও প্রাথমিক দলে ছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় তাঁকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। মেসির সঙ্গে দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস ডোমিঙ্গেজ। নটিংহাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে নিজের একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।
আগামী ৫ জুন চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বকাপ বিজয়ীরা। মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর নিজেদের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
চিলি ও কলম্বিয়া ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যা আলিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোজ (লাৎসিও), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেস (জুভেন্টাস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)।

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসি না খেললেও মার্চে উরুগুয়ে ও ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। সেবারও প্রাথমিক দলে ছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় তাঁকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। মেসির সঙ্গে দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস ডোমিঙ্গেজ। নটিংহাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে নিজের একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।
আগামী ৫ জুন চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বকাপ বিজয়ীরা। মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর নিজেদের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
চিলি ও কলম্বিয়া ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যা আলিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোজ (লাৎসিও), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেস (জুভেন্টাস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)।

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
১৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
১ ঘণ্টা আগে
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
২ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের নিলামে পাখির চোখ করে থাকেন অনেকেই। ক্রিকেটাররা তো বটেই, অনেক ধনকুবেরেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম পদ্ধতি চালু হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে