
ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।

ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।

উগ্রবাদী হিন্দু্ত্বের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
৮ মিনিট আগে
রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
৪ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৫ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৭ ঘণ্টা আগে