
২০২১ সালে সবশেষ আয়োজিত কোপা আমেরিকায় রানার্সআপ হয় ব্রাজিল। সেই ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে আজ খেলতে নামে ব্রাজিল। তবে সেলেসাওদের শুরুটা সুখকর হয়নি। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
কোস্টারিকার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ব্রাজিল। ৭৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল নেয় ৩ শট। কোস্টারিকা ২৬ শতাংশ বল দখলে নিয়েও কোনো শট নিতে পারেনি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। উপরন্তু ব্রাজিল একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করেছে।
ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। দানিলোর পাস রিসিভ করে ডান পায়ে শট নেন রাফিনহা। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সিকুইয়েরা সেই শট প্রতিহত করেছেন। ১২ মিনিটে আরও একবার গোলের সুযোগ হারায় ব্রাজিল। লুকাস পাকেতার পাস থেকে ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। পাকেতাই একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। যার মধ্যে ১৬ মিনিটে বক্সের অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন। ২২ ও ২৬ মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করেছেন। যেখানে ২৬ মিনিটে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।
৩০ মিনিটে মারকিনিওস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা যায়, সেটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। প্রথমার্ধের শেষের দিকে পাকেতা ও রদ্রিগো চেষ্টা করেও ব্রাজিলকে এগিয়ে নিতে পারেননি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করতে থাকে ব্রাজিল। ৪৭ মিনিটে রাফিনহার ক্রস থেকে বাঁ পায়ে শট নিলেও রদ্রিগো কাজে লাগাতে পারেননি। এই রদ্রিগোই ৫৪ মিনিটে হেডে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। ৬৩ মিনিটে পাকেতার শট আটকে যায় গোলপোস্টে। কোস্টারিকার রক্ষণদুর্গে ব্রাজিল বারবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। ৮০ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও দেখেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ৬ মিনিট পর্যন্ত খেলা হলেও ব্রাজিল, কোস্টারিকা কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি।
২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। একই দিনে আজ এনআরজি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। ২৯ জুন ও ৩ জুলাই ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে।

২০২১ সালে সবশেষ আয়োজিত কোপা আমেরিকায় রানার্সআপ হয় ব্রাজিল। সেই ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে আজ খেলতে নামে ব্রাজিল। তবে সেলেসাওদের শুরুটা সুখকর হয়নি। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
কোস্টারিকার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ব্রাজিল। ৭৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল নেয় ৩ শট। কোস্টারিকা ২৬ শতাংশ বল দখলে নিয়েও কোনো শট নিতে পারেনি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। উপরন্তু ব্রাজিল একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করেছে।
ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। দানিলোর পাস রিসিভ করে ডান পায়ে শট নেন রাফিনহা। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সিকুইয়েরা সেই শট প্রতিহত করেছেন। ১২ মিনিটে আরও একবার গোলের সুযোগ হারায় ব্রাজিল। লুকাস পাকেতার পাস থেকে ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। পাকেতাই একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। যার মধ্যে ১৬ মিনিটে বক্সের অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন। ২২ ও ২৬ মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করেছেন। যেখানে ২৬ মিনিটে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।
৩০ মিনিটে মারকিনিওস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা যায়, সেটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। প্রথমার্ধের শেষের দিকে পাকেতা ও রদ্রিগো চেষ্টা করেও ব্রাজিলকে এগিয়ে নিতে পারেননি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করতে থাকে ব্রাজিল। ৪৭ মিনিটে রাফিনহার ক্রস থেকে বাঁ পায়ে শট নিলেও রদ্রিগো কাজে লাগাতে পারেননি। এই রদ্রিগোই ৫৪ মিনিটে হেডে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। ৬৩ মিনিটে পাকেতার শট আটকে যায় গোলপোস্টে। কোস্টারিকার রক্ষণদুর্গে ব্রাজিল বারবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। ৮০ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও দেখেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ৬ মিনিট পর্যন্ত খেলা হলেও ব্রাজিল, কোস্টারিকা কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি।
২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। একই দিনে আজ এনআরজি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। ২৯ জুন ও ৩ জুলাই ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে