
বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের।
বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।
৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।
ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।
ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।

বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের।
বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।
৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।
ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।
ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৫ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে