Ajker Patrika

সঙ্গীদের নিয়েই উৎসব মাতালেন সিটির দুই নায়ক ডি ব্রুইনা-গুন্দোয়ান

আপডেট : ২৫ মে ২০২২, ১০: ৪৯
সঙ্গীদের নিয়েই উৎসব মাতালেন সিটির দুই নায়ক ডি ব্রুইনা-গুন্দোয়ান

শেষ দিনে ২-০ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রোমাঞ্চ ছড়িয়ে লিগ শিরোপা জেতার পর থেকে আনন্দ-উৎসবে উন্মাতাল সিটিজেনরা। শিরোপাজয়ের উৎসব-পার্টিতে খেলোয়াড়দের সঙ্গে এসেছেন তাঁদের স্ত্রী-সঙ্গীরা। 

এদিন বিজয় উৎসবের পার্টিতে আকর্ষণের কেন্দ্রে ছিলেন সিটি তারকা ইকেই গুন্দোয়ান। তাঁর জোড়া গোলেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছে ম্যানসিটি। নববধূ সারা আরফাউইর হাত ধরে অনুষ্ঠানস্থলে হাজির হন এই জার্মান তারকা। 

গোটা মৌসুমে সিটির হয়ে দারুণ ছন্দে ছিলেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। একের পর এক ম্যাচে সিটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্ত্রী মিচেল ডি ব্রুইনকে নিয়ে বিজয়ের আনন্দে শামিল হন প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়। এ সময় দুজনেরই পরনে ছিল কালো পোশাক। 

স্ত্রী মিচেলকে নিয়ে উৎসবে আসেন ডি ব্রুইনাতবে শুধু এ দুজনই নন, সিটির শিরোপাজয়ের পর অন্য তারকারাও তাঁদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে নিয়ে উদ্‌যাপন করেছেন। এই উদ্‌যাপন বিশেষ ছিল জ্যাক গ্রিলিশের জন্যও। ১০০ মিলিয়ন পাউন্ডে গত দলবদলে আলোড়ন তুলেছিলেন জ্যাক গ্রিলিশ। মৌসুমজুড়ে খুব ভালো কিছু করতে না পারলেও দলের সাফল্যের অংশীদার হয়েছেন তিনিও। হয়েছেন প্রথম বড় শিরোপা জয়ের সাক্ষীও। আর উদ্‌যাপনেও বেশ প্রাণবন্ত ছিলেন এই ইংলিশ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত