
ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা আগেই নিশ্চিত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। পুরোনো ঠিকানায় ফেরার পর রোনালদোকে ঘিরে একটাই সংশয় ছিল। নিজের প্রিয় ৭ নম্বর জার্সি পরে খেলতে পারবেন কি না। সব শঙ্কা উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ট্রেডমার্ক জার্সিই পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
ম্যানইউর হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়টা তাই ৭ নম্বর জার্সি পরেই শুরু করতে যাচ্ছেন রোনালদো। ইংলিশ ক্লাবটিতে প্রথমবার ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়েই সিআরসেভেন তকমা পেয়েছিলেন তিনি। আবার ঘরে ফিরে ৭ নম্বর জার্সিই পাচ্ছেন তিনি। বর্তমানে ম্যানইউতে ৭ নম্বর জার্সি পরে খেলেন এডিনসন কাভানি। তবে জাতীয় দল উরুগুয়ের হয়ে ২১ নম্বর জার্সি পরে নামেন কাভানি। রোনালদোকে ৭ নম্বর জার্সি ফিরিয়ে দিয়ে উরুগুইয়ান স্ট্রাইকার পরবেন ২১ নম্বর জার্সি।
এক বিবৃতিতে গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা বলেছেন, `ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতেই ওল্ড ট্রাফোর্ডে ফিরতে যাচ্ছেন। ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম অধ্যায়েও এই জার্সি পরতেন রোনালদো। আমরা নিশ্চিত করছি, এখনো তিনি একই জার্সি নম্বর পরে খেলবেন।'
এ মৌসুমে ড্যানিয়েল জেমসকে লিডস ইউনাইটেডে বিক্রি করে দেয় ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে ২১ নম্বর জার্সিটি পরতেন জেমস। এই মুহূর্তে জার্সি নম্বরটি ফাঁকা থাকায় সহজেই সমস্যার সমাধান করে ফেলতে পেরেছে ম্যানইউ।
স্কাই স্পোর্টস জানাচ্ছে, প্রিয় জার্সি পেয়ে ক্লাবের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। বলেছেন, ‘আমি আসলে নিশ্চিত ছিলাম না যে আবারও এখানে ৭ নম্বর জার্সি পাওয়া সহজ হবে কি না। এডিকে (কাভানি) ধন্যবাদ তার এই মহানুভবতার জন্য।’

ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা আগেই নিশ্চিত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। পুরোনো ঠিকানায় ফেরার পর রোনালদোকে ঘিরে একটাই সংশয় ছিল। নিজের প্রিয় ৭ নম্বর জার্সি পরে খেলতে পারবেন কি না। সব শঙ্কা উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ট্রেডমার্ক জার্সিই পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
ম্যানইউর হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়টা তাই ৭ নম্বর জার্সি পরেই শুরু করতে যাচ্ছেন রোনালদো। ইংলিশ ক্লাবটিতে প্রথমবার ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়েই সিআরসেভেন তকমা পেয়েছিলেন তিনি। আবার ঘরে ফিরে ৭ নম্বর জার্সিই পাচ্ছেন তিনি। বর্তমানে ম্যানইউতে ৭ নম্বর জার্সি পরে খেলেন এডিনসন কাভানি। তবে জাতীয় দল উরুগুয়ের হয়ে ২১ নম্বর জার্সি পরে নামেন কাভানি। রোনালদোকে ৭ নম্বর জার্সি ফিরিয়ে দিয়ে উরুগুইয়ান স্ট্রাইকার পরবেন ২১ নম্বর জার্সি।
এক বিবৃতিতে গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা বলেছেন, `ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতেই ওল্ড ট্রাফোর্ডে ফিরতে যাচ্ছেন। ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম অধ্যায়েও এই জার্সি পরতেন রোনালদো। আমরা নিশ্চিত করছি, এখনো তিনি একই জার্সি নম্বর পরে খেলবেন।'
এ মৌসুমে ড্যানিয়েল জেমসকে লিডস ইউনাইটেডে বিক্রি করে দেয় ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে ২১ নম্বর জার্সিটি পরতেন জেমস। এই মুহূর্তে জার্সি নম্বরটি ফাঁকা থাকায় সহজেই সমস্যার সমাধান করে ফেলতে পেরেছে ম্যানইউ।
স্কাই স্পোর্টস জানাচ্ছে, প্রিয় জার্সি পেয়ে ক্লাবের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। বলেছেন, ‘আমি আসলে নিশ্চিত ছিলাম না যে আবারও এখানে ৭ নম্বর জার্সি পাওয়া সহজ হবে কি না। এডিকে (কাভানি) ধন্যবাদ তার এই মহানুভবতার জন্য।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে