ক্রীড়া ডেস্ক

ঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। এই ম্যাচে দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিয়া, ত্রিস্টিয়ান রোমেরোকে পাচ্ছে না আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মলিনা ভুগছেন ডান ঊরুর চোটে। রোমেরোর ব্যথা ডান পায়ের গোড়ালিতে। অভিষেকের অপেক্ষায় থাকা গিলিয়ানো সিমিওনেকে এই মুহূর্তে দলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ক্লাব ফুটবলে গিলিয়ানো এরই মধ্যে ১২ ম্যাচ খেলেছেন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদে। তাঁর বাবা দিয়োগো সিমিওনে ২০১১ সাল থেকেই আতলেতিকোর কোচ হিসেবে কাজ করছেন।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা সবশেষ ম্যাচ খেলেছে পরশু আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে। প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে মলিনা, রোমেরো দুজনেই ছিলেন। কিন্তু দুজনের কেউই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। রোমেরো, মলিনা সেই ম্যাচে খেলেছিলেন ৪৬ ও ৭৮ মিনিট। মলিনার পরিবর্তে খেলেছিলেন গঞ্জালো মন্তিয়েল। লিওনার্দো ব্যালের্দি নেমেছিলেন রোমেরোর পরিবর্তে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, প্যারাগুয়ের বিপক্ষে ব্যথানাশক ইনজেকশন নিয়েই নামতে হয়েছিল রোমেরোকে। ইংলিশ ক্লাব টটেনহামে খেলার সময় চোট পেয়েছিলেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। তাতে করে রোমেরোর জায়গায় পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দেখা যেতে পারে ব্যালের্দিকে। নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও শঙ্কা আছে। তিনি না খেললে ফাকুন্দো মেদিনা খেলতে পারেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪,৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।

ঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। এই ম্যাচে দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিয়া, ত্রিস্টিয়ান রোমেরোকে পাচ্ছে না আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মলিনা ভুগছেন ডান ঊরুর চোটে। রোমেরোর ব্যথা ডান পায়ের গোড়ালিতে। অভিষেকের অপেক্ষায় থাকা গিলিয়ানো সিমিওনেকে এই মুহূর্তে দলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ক্লাব ফুটবলে গিলিয়ানো এরই মধ্যে ১২ ম্যাচ খেলেছেন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদে। তাঁর বাবা দিয়োগো সিমিওনে ২০১১ সাল থেকেই আতলেতিকোর কোচ হিসেবে কাজ করছেন।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা সবশেষ ম্যাচ খেলেছে পরশু আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে। প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে মলিনা, রোমেরো দুজনেই ছিলেন। কিন্তু দুজনের কেউই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। রোমেরো, মলিনা সেই ম্যাচে খেলেছিলেন ৪৬ ও ৭৮ মিনিট। মলিনার পরিবর্তে খেলেছিলেন গঞ্জালো মন্তিয়েল। লিওনার্দো ব্যালের্দি নেমেছিলেন রোমেরোর পরিবর্তে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, প্যারাগুয়ের বিপক্ষে ব্যথানাশক ইনজেকশন নিয়েই নামতে হয়েছিল রোমেরোকে। ইংলিশ ক্লাব টটেনহামে খেলার সময় চোট পেয়েছিলেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। তাতে করে রোমেরোর জায়গায় পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দেখা যেতে পারে ব্যালের্দিকে। নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও শঙ্কা আছে। তিনি না খেললে ফাকুন্দো মেদিনা খেলতে পারেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪,৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে