ক্রীড়া ডেস্ক

৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ দারুণ জমে উঠেছে। গোলের বন্যা তো চলছেই। এমনকি পিছিয়ে পড়েও জয়ের ঘটনা ঘটছে অহরহ। যেখানে গত রাতের ম্যাচগুলো দেখলে ব্রাজিল-আর্জেন্টিনার নামই আসবে বারবার।
২০২৫ ক্লাব বিশ্বকাপে গত রাতে অন্যতম চমক ফ্ল্যামেঙ্গো-চেলসি ম্যাচ। চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবের চমক দেখানোর রাতে আনহেল দি মারিয়া খেলেছেন দুর্দান্ত। তাঁর জোড়া গোলে অকল্যান্ড সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা।
ফ্লোরিডার ইন্টার এন্ড কো. স্টেডিয়ামে গত রাতে অনুষ্ঠিত বেনফিকা-অকল্যান্ড সিটির ম্যাচে প্রথম গোল আসতেই লেগেছে অনেক সময়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেনফিকা ফরোয়ার্ড দি মারিয়া। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বেনফিকা। গোলবন্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৫৩ থেকে ৭৮—২৫ মিনিটের ব্যবধানে আরও চার গোল করে বেনফিকা। আর দি মারিয়া তাঁর দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন একেবারে শেষভাগে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে আর্জেন্টাইন তারকার এই গোলটাও এসেছে পেনাল্টি থেকে। দি মারিয়ার মতো জোড়া গোল করেন লিয়ান্দ্রো ব্যারেইরো। একটি করে গোল করেন ভ্যানজেলিস পাভলিদিস ও রেনাতো সানচেজ।
চেলসি-ফ্ল্যামেঙ্গো ম্যাচটা গত রাতে হয়েছে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। ১৩ মিনিটে চেলসি ফরোয়ার্ড পেদ্রো নেতো গোল করে দলকে এগিয়ে নেন। তবে ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’—ফ্ল্যামেঙ্গোর ফুটবলারদের ভাবনা হয়তো ছিল এমনই। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিলের ক্লাবটি। ৬২ ও ৬৫ মিনিটে ব্রুনো হেনরিক ও দানিলো গোল করে ফ্ল্যামেঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। ব্রাজিলিয়ান ক্লাবটি এগিয়ে যাওয়ার অল্প সময় পরই ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৬৮ মিনিটে ফ্ল্যামেঙ্গোর আয়ারতন লুকাসকে কড়া ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন।
চেলসির বিপক্ষে ফ্ল্যামেঙ্গো তৃতীয় দলের দেখা পায় রেফারির শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে। ৮৩ মিনিটে গোল করেন ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ড ওয়ালেস ইয়ান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্ল্যামেঙ্গো। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিলিয়ান ক্লাবটি। সমান ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে চেলসি ও ইএস তিউনিস। চারে থাকা এলএএফসি এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। গিওদিস পার্কে গত রাতে এলএএফসিকে ১-০ গোলে হারিয়েছে ইএস তিউনিস। গ্রুপের চারটি দলই দুটি করে ম্যাচ খেলেছে।

ব্রাজিল-আর্জেন্টিনাময় রাতে অবশ্য হতাশ করেছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। হার্ডরক স্টেডিয়ামে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। বায়ার্নের গোল দুটি করেন হ্যারি কেইন ও মাইকেল ওলিস। বোকা জুনিয়র্সের একমাত্র গোলটি করেন মিগুয়েল মেরেন্তিয়েল। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। ৪ ও ১ পয়েন্ট নিয়ে দুই ও তিনে বেনফিকা ও বোকা জুনিয়র্স। অকল্যান্ড সিটি কোনো পয়েন্ট পায়নি এখনো পর্যন্ত। দুটি করে ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকাটা এমনই হয়েছে।

৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ দারুণ জমে উঠেছে। গোলের বন্যা তো চলছেই। এমনকি পিছিয়ে পড়েও জয়ের ঘটনা ঘটছে অহরহ। যেখানে গত রাতের ম্যাচগুলো দেখলে ব্রাজিল-আর্জেন্টিনার নামই আসবে বারবার।
২০২৫ ক্লাব বিশ্বকাপে গত রাতে অন্যতম চমক ফ্ল্যামেঙ্গো-চেলসি ম্যাচ। চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবের চমক দেখানোর রাতে আনহেল দি মারিয়া খেলেছেন দুর্দান্ত। তাঁর জোড়া গোলে অকল্যান্ড সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা।
ফ্লোরিডার ইন্টার এন্ড কো. স্টেডিয়ামে গত রাতে অনুষ্ঠিত বেনফিকা-অকল্যান্ড সিটির ম্যাচে প্রথম গোল আসতেই লেগেছে অনেক সময়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেনফিকা ফরোয়ার্ড দি মারিয়া। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বেনফিকা। গোলবন্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৫৩ থেকে ৭৮—২৫ মিনিটের ব্যবধানে আরও চার গোল করে বেনফিকা। আর দি মারিয়া তাঁর দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন একেবারে শেষভাগে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে আর্জেন্টাইন তারকার এই গোলটাও এসেছে পেনাল্টি থেকে। দি মারিয়ার মতো জোড়া গোল করেন লিয়ান্দ্রো ব্যারেইরো। একটি করে গোল করেন ভ্যানজেলিস পাভলিদিস ও রেনাতো সানচেজ।
চেলসি-ফ্ল্যামেঙ্গো ম্যাচটা গত রাতে হয়েছে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। ১৩ মিনিটে চেলসি ফরোয়ার্ড পেদ্রো নেতো গোল করে দলকে এগিয়ে নেন। তবে ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’—ফ্ল্যামেঙ্গোর ফুটবলারদের ভাবনা হয়তো ছিল এমনই। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিলের ক্লাবটি। ৬২ ও ৬৫ মিনিটে ব্রুনো হেনরিক ও দানিলো গোল করে ফ্ল্যামেঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। ব্রাজিলিয়ান ক্লাবটি এগিয়ে যাওয়ার অল্প সময় পরই ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৬৮ মিনিটে ফ্ল্যামেঙ্গোর আয়ারতন লুকাসকে কড়া ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন।
চেলসির বিপক্ষে ফ্ল্যামেঙ্গো তৃতীয় দলের দেখা পায় রেফারির শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে। ৮৩ মিনিটে গোল করেন ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ড ওয়ালেস ইয়ান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্ল্যামেঙ্গো। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিলিয়ান ক্লাবটি। সমান ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে চেলসি ও ইএস তিউনিস। চারে থাকা এলএএফসি এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। গিওদিস পার্কে গত রাতে এলএএফসিকে ১-০ গোলে হারিয়েছে ইএস তিউনিস। গ্রুপের চারটি দলই দুটি করে ম্যাচ খেলেছে।

ব্রাজিল-আর্জেন্টিনাময় রাতে অবশ্য হতাশ করেছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। হার্ডরক স্টেডিয়ামে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। বায়ার্নের গোল দুটি করেন হ্যারি কেইন ও মাইকেল ওলিস। বোকা জুনিয়র্সের একমাত্র গোলটি করেন মিগুয়েল মেরেন্তিয়েল। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। ৪ ও ১ পয়েন্ট নিয়ে দুই ও তিনে বেনফিকা ও বোকা জুনিয়র্স। অকল্যান্ড সিটি কোনো পয়েন্ট পায়নি এখনো পর্যন্ত। দুটি করে ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকাটা এমনই হয়েছে।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২৪ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে