
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।
বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।
রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।

ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।
বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।
রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৩ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৪ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৫ ঘণ্টা আগে