Ajker Patrika

আবাহনীর সহজ জয়, জিতল মোহামেডানও 

আবাহনীর সহজ জয়, জিতল মোহামেডানও 

প্রথম দুই ম্যাচে হোঁচট। একটি ড্র ও একটি হার—আবাহনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা হয়েছিল এমন। শুরুতেই গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করে আবারও যেন গত চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে শিরোপা ‘বিসর্জন’ দিতে বসেছিল আকাশি-নীলরা। তবে সেই ধাক্কা সামলে লিগের আরেক শক্তিশালী দল শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জয়ে ফেরা। গতকাল আন্দ্রেস ক্রুসিয়ানির দল ৩-১ গোলেরও জয় পেয়েছে শেখ রাসেলের বিপক্ষে।

রোমাঞ্চকর জয় পেয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর দুবার পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে শেষ মুহূর্তে ২-২ গোলের ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এই ড্রয়ে ১০ দলের লিগে ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে ব্রাদার্স। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে চ. আবাহনী। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান, ৭ পয়েন্ট নিয়ে তাদের নিচে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ১২।

গতকাল গোপালগঞ্জে ১২ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন ফার্নান্দেস। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৮৫ মিনিটে করে নিজের দ্বিতীয় গোলটি। তার আগে ৭৩ মিনিটে শেখ রাসেলের হয়ে একটি গোল শোধ দেন সুমন রেজা। আবাহনীর তিন গোলেই অবদান স্টুয়ার্টের। ফার্নান্দেসের প্রথম গোলটিও তাঁর পাস থেকে।

ময়মনসিংহে মোহামেডানের পরীক্ষায় নিয়েছে পুলিশ। ২৭ মিনিটে জাফর ইকবাল এগিয়ে দেন মোহামেডানকে। তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৩৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মাতেও প্যালাসিওস। ৭০ মিনিটে মুজাফফর মুজাফফরভের গোলে আবারও এগিয়ে যায় আলফাজের দল। মোহামেডানের প্রথম দুটি গোলেই অ্যাসিস্ট সুলেমান দিয়াবাতের। ৭৮ মিনিটে মালিয়ান ফরোয়ার্ড নিজেই করেন দলের তৃতীয় গোলটি। তবে এর ৬ মিনিট পর সাহেদ মিয়া একটি গোল শোধ করে পুলিশকে ম্যাচে ফেরানোর আভাস দিলেও জয়ে ফিরতে পারেনি দলটি।

মুন্সিগঞ্জে মাহবুবুর রহমান সুফিলের ১২ ও ৫৩ মিনিটের গোলে জয়ের স্বপ্নই দেখছিল ব্রাদার্স। তাদের সেই স্বপ্ন ভাঙে দুই মিনিটের ঝড়ে। ৮০ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলের এক মিনিট পর নাসির চৌধুরী সমতায় ফেরান চ. আবাহনীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত