Ajker Patrika

নেইমার-ভিনি মুখোমুখি, ব্রাজিলিয়ান ক্লাবের গ্রুপে মেসিরা

ক্রীড়া ডেস্ক    
২০২৫ ক্লাব বিশ্বকাপে মেসির ইন্টার মায়ামির গ্রুপে পড়েছে ব্রাজিলের ক্লাব। ছবি: এএফপি
২০২৫ ক্লাব বিশ্বকাপে মেসির ইন্টার মায়ামির গ্রুপে পড়েছে ব্রাজিলের ক্লাব। ছবি: এএফপি

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৫ ক্লাব বিশ্বকাপ সামনে রেখে যে ড্র হয়েছে, সেখানে তাঁরা পড়েছেন একই গ্রুপে। আর লিওনেল মেসির ইন্টার মায়ামি গ্রুপ পর্বে পাচ্ছে এক ব্রাজিলিয়ান ক্লাবকে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ড্র। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, অনেক তারকা ফুটবলাররা ছিলেন সেই অনুষ্ঠানে। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। উৎসবমুখর পরিবেশে এই ড্রয়ে স্পেনের রিয়াল মাদ্রিদ ও সৌদি আরবের আল হিলাল পড়েছে এক গ্রুপে। ‘এইচ’ গ্রুপে রিয়াল ও আল হিলালের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকোর পাচুয়া ও অস্ট্রিয়ার সালজবুর্গ।

ড্রয়ে মেসির ইন্টার মায়ামি পড়েছে ‘এ’ গ্রুপে। মায়ামির গ্রুপে থাকছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিসরের আল আহলি।

২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২ দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকছে ৪টি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। ইন্টার মায়ামি আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে খেলবে ক্লাব বিশ্বকাপে।

ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইউরোপীয় ফুটবলের কয়েকটি বিখ্যাত ক্লাব পড়েছে একই গ্রুপে। পিএসজি, আতলেতিকো মাদ্রিদ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘জি’ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস। বায়ার্ন মিউনিখ, বেনফিকা পড়েছে ‘সি’ গ্রুপে। পিএসজি-আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস এই ম্যাচগুলোর দিকে ফুটবলপ্রেমীদের স্বাভাবিকভাবেই চোখ থাকবে।

ভিনি রিয়ালের জার্সিতে খেলছেন দুর্দান্ত। তবে নেইমার চোটের গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না সহজেই। এই সেরে ওঠেন তো কিছুদিন পর আবার চোটে আক্রান্ত হচ্ছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। আল হিলালে ২০২৩ সালের আগস্টে যোগ দিলেও এখন পর্যন্ত খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। করেছেন ১ গোল। সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন।

২০০০ থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপ হয়েছে ২০ বার। সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সা ক্লাব বিশ্বকাপ জিতেছে তিন বার।

২০২৫ ক্লাব বিশ্বকাপে কোন গ্রুপে কারা

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি

গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ

গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান

গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবুর্গ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত