
লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’

লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৬ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে