Ajker Patrika

রেফারি পছন্দ নয়, বার্সার বিপক্ষে ‘ফাইনাল বয়কটের’ পথে রিয়াল

ক্রীড়া ডেস্ক    
রেফারি না বদলালে ম্যাচও বর্জন করতে পারে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
রেফারি না বদলালে ম্যাচও বর্জন করতে পারে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

রাতে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঠে নামার কথা রিয়াল মাদ্রিদ। কিন্তু তাঁর আগে মুহূর্তে রেফারি ইস্যুতে সব এলোমেলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, ফাইনালের আগে ম্যাচ রেফারিদের করা রিয়ালকে নিয়ে করা তির্যক মন্তব্যে ক্ষিপ্ত ক্লাবটি। রেফারি পরিবর্তন না করলে ফাইনাল বর্জনও করতে পারে তারা। ব্যাপারটি গভীরভাবে বিবেচনা করবে রিয়াল।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল রিয়াল কোচ আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদ্রিচের। কিছু সময় আগে সেই সংবাদ সম্মেলনও বাতিল করে ক্লাবটি। গতকাল রাতে আনুষ্ঠানিক বিবৃতি দেয় রিয়াল। ক্লাবটির মতে, ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে করে রেফারিদের মন্তব‍্য অগ্রহণযোগ্য। তাদের দাবি, ম‍্যাচের ২৪ ঘণ্টা আগে ফাইনালের একটি দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই রেফারিরা পূর্বপরিকল্পিতভাবে আরও একবার পরিষ্কার ও প্রকটভাবে বিদ্বেষ ও শত্রুতা প্রকাশ করেছে।

রিয়াল আশাবাদী, ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) দায়িত্বশীল এবং রেফারিং প্রতিষ্ঠান যথাযথ কাজ করবে। তারা যে ইনস্টিটিউশনের প্রতিনিধিত্ব করেন, সেটার সম্মান রক্ষার্থে যথাযথ পদক্ষেপ নেবে।

রিয়ালের মতে, সেই পদক্ষেপ হবে ফাইনালের মূল রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পাবলো গনসালেস ফুয়ের্তেসকে সরিয়ে দেওয়া। এর আগে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের এই অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছে আরএফইএফ। বিবৃতির পরও তারা সাড়া না দিলে শেষ পর্যন্ত ফাইনালে রিয়াল নাও খেলতে পারে বলে প্রতিবেদন হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।

এরই মধ্যে রেফারি পরিবর্তনের অনুরোধে সাড়া না মেলায় সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রিয়াল। শিরোপা নির্ধারণী ম‍্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি তারা। বাতিল করেছে সংবাদ সম্মেলন। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কার্লো আনচেলত্তির ফটো সেশন বাতিল করেছে রিয়াল। ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারে উপস্থিত থাকবেন না ফ্লোরেন্তিনো পেরেজ।

এ জটিলতার শুরু সংবাদ সম্মেলনে ফাইনালের রেফারিদের মন্তব্যে। ম্যাচের রেফারি দে বুর্গোস চোখে জল নিয়ে বলেন, তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ে তার পরিবারের ওপর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তাঁরা।

আরএমটিভি বিভিন্ন ভিডিও প্রকাশ করছে, সেখানে গ্রাফিক ডকুমেন্টসের মাধ্যমে দ্বিধাহীনভাবে এবং বাক‍্যবাণে বিদ্ধ করা হয় রেফারিদের, অভিযোগ করা হয় তাঁরা রিয়ালের বিরুদ্ধে কাজ করছেন। এর প্রমাণ হিসেবে প্রতিটা ম‍্যাচের আগে তাঁরা রেফারিদের ভুলগুলো দেখায়। রেফারিদের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

স্পেনের টেকনিক্যাল কমিটি অব রেফারিজের (সিটিএ) দাবি, অসম্পূর্ণ তথ‍্য প্রচার করে ঘৃণা ও সহিংসা উসকে দিচ্ছে আরএমটিভি। তাদের দাবি, এই ভিডিওগুলো পুরোপুরি পক্ষপাতদুষ্ট। এতে কেবল রিয়ালের বিপক্ষে যাওয়া ভুলগুলোই দেখানো হয়, পক্ষে যাওয়াগুলো কখনো নয়। রেফারির বিরুদ্ধে রিয়ালের অভিযোগ নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিয়াল।

পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিয়ালের আবেদনে রেফারি বদলানো নিষেধ আরএফইএফের, আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ‍্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত