
প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)

প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২৭ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে