
সৌদি সুপার কাপের ম্যাচে গতকাল ফুটবলার থেকে যেন ‘রেসলার’ বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবশ্য উত্তেজিত করে রেসলার হতে বাধ্য করেছেন আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি।
সেমিফাইনাল ম্যাচের ৮৫ মিনিটের সময় গতি আটকে পর্তুগিজ তারকাকে রাগান্বিত করেছিলেন আলবুলাইহি। রাগ সংবরণ করতে না পেরে আল হিলালের ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, যার শাস্তি হিসেবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লাল কার্ড পাওয়ার সময় রোনালদোর রাগ যেন আরও চরমে উঠেছিল। রেফারির কার্ড দেখানোর সময় তাঁর শারীরিক প্রতিক্রিয়া তেমনই ছিল। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বাঁ হাতে বল থাকা অবস্থায় মুষ্টি পাকিয়ে ম্যাচ রেফারিকে ঘুষি মারার ভঙ্গি করেছিলেন তিনি। বাধ্য হয়ে তাই লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়ার সময় নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে দেখা যায় আল হিলালের ডিফেন্ডারকে। এমন কর্মকাণ্ড করে আলবুলাইহি যেন বোঝাতে চেয়েছেন, পরিকল্পনা তাঁর সফল হয়েছে।
রোনালদোর মতোই রাতটা দুঃস্বপ্নের গেছে আল নাসরের। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আল নাসরের। তবে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে অবশ্য গোল পেয়েছিলেন তাঁরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে করা ওতাবিওর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এগিয়ে যাওয়ার বেশ কটি সুযোগ পেয়েছিল আল হিলাল। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। বেশ কটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে সেভ করেছেন কলম্বিয়ান গোলরক্ষক।
বিরতির পর অবশ্য আল হিলালকে আটকে রাখতে পারেননি ওসপিনা। ৬১ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড সালেম আলদাউসারির দুর্দান্ত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হন তিনি। অধিনায়কের গোলের ১১ মিনিট পর আল হিলালকে দ্বিতীয় লিড এনে দেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলের এক সতীর্থের নিখুঁত ক্রস থেকে শুধু মাথাটাই ছোঁয়ান। এরপর ম্যাচে ফিরতে যখন মরিয়া আল নাসর, তখনই সাইডলাইনের বাইরে চলে যাওয়া এক বল কুড়িয়ে নেওয়া নিয়ে ঝামেলা বাধে রোনালদো এবং আলবুলাইহির মধ্যে। ম্যাচের যোগ করা সময়ে ১ গোল করে শুধু ব্যবধানটাই কমান সাদিও মানে। ২-১ গোলের জয়ে আগামী ১১ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।

সৌদি সুপার কাপের ম্যাচে গতকাল ফুটবলার থেকে যেন ‘রেসলার’ বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবশ্য উত্তেজিত করে রেসলার হতে বাধ্য করেছেন আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি।
সেমিফাইনাল ম্যাচের ৮৫ মিনিটের সময় গতি আটকে পর্তুগিজ তারকাকে রাগান্বিত করেছিলেন আলবুলাইহি। রাগ সংবরণ করতে না পেরে আল হিলালের ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, যার শাস্তি হিসেবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লাল কার্ড পাওয়ার সময় রোনালদোর রাগ যেন আরও চরমে উঠেছিল। রেফারির কার্ড দেখানোর সময় তাঁর শারীরিক প্রতিক্রিয়া তেমনই ছিল। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বাঁ হাতে বল থাকা অবস্থায় মুষ্টি পাকিয়ে ম্যাচ রেফারিকে ঘুষি মারার ভঙ্গি করেছিলেন তিনি। বাধ্য হয়ে তাই লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়ার সময় নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে দেখা যায় আল হিলালের ডিফেন্ডারকে। এমন কর্মকাণ্ড করে আলবুলাইহি যেন বোঝাতে চেয়েছেন, পরিকল্পনা তাঁর সফল হয়েছে।
রোনালদোর মতোই রাতটা দুঃস্বপ্নের গেছে আল নাসরের। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আল নাসরের। তবে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে অবশ্য গোল পেয়েছিলেন তাঁরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে করা ওতাবিওর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এগিয়ে যাওয়ার বেশ কটি সুযোগ পেয়েছিল আল হিলাল। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। বেশ কটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে সেভ করেছেন কলম্বিয়ান গোলরক্ষক।
বিরতির পর অবশ্য আল হিলালকে আটকে রাখতে পারেননি ওসপিনা। ৬১ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড সালেম আলদাউসারির দুর্দান্ত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হন তিনি। অধিনায়কের গোলের ১১ মিনিট পর আল হিলালকে দ্বিতীয় লিড এনে দেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলের এক সতীর্থের নিখুঁত ক্রস থেকে শুধু মাথাটাই ছোঁয়ান। এরপর ম্যাচে ফিরতে যখন মরিয়া আল নাসর, তখনই সাইডলাইনের বাইরে চলে যাওয়া এক বল কুড়িয়ে নেওয়া নিয়ে ঝামেলা বাধে রোনালদো এবং আলবুলাইহির মধ্যে। ম্যাচের যোগ করা সময়ে ১ গোল করে শুধু ব্যবধানটাই কমান সাদিও মানে। ২-১ গোলের জয়ে আগামী ১১ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে