নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) গত বছরের এপ্রিলে কড়া শাস্তি দিয়েছিল ফিফা। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করা হয়েছিল দুই বছর। সেই ঘটনার এক বছর যেতে না যেতেই আবারও ফিফার থেকে শাস্তি পেল বাফুফে। বাফুফেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে ফুটবলের অভিভাবক সংস্থা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটির এক বিবরণ থেকে জানা গেছে, বাফুফেকে সব মিলিয়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় তা ৩৮ লাখ ৯৩ হাজার ৬১৮ টাকা। বাংলাদেশকে জরিমানা করা হয়েছে ৩ ম্যাচে। ৩ ম্যাচের দুটি বাংলাদেশের মাঠে হয়েছে এবং একটি হয়েছে মালদীপে। প্রথম ঘটনা ঘটে গত বছরের ১২ অক্টোবর মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে। দলের অসদাচারণের দায়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির ১৪ অনুচ্ছেদ অনুসারে জরিমানা করা হয়েছে ৫ হাজার সুইস ফ্রাঁ। পাশাপাশি ৬ ফুটবলারকে শাস্তিও দেওয়া হয়েছিল। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।
মালদ্বীপের পর এরপর ঢাকার মাঠেও জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। দ্বিতীয় লেগে ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদ্বীপ। সেই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। জয় পেলেও এই ম্যাচে ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।
তৃতীয় যে ম্যাচের কারণে বাংলাদেশ জরিমানা গুনেছে, সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ গোল করেছিল বাংলাদেশ ও লেবানন। ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা। এই ম্যাচেও মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) গত বছরের এপ্রিলে কড়া শাস্তি দিয়েছিল ফিফা। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করা হয়েছিল দুই বছর। সেই ঘটনার এক বছর যেতে না যেতেই আবারও ফিফার থেকে শাস্তি পেল বাফুফে। বাফুফেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে ফুটবলের অভিভাবক সংস্থা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটির এক বিবরণ থেকে জানা গেছে, বাফুফেকে সব মিলিয়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় তা ৩৮ লাখ ৯৩ হাজার ৬১৮ টাকা। বাংলাদেশকে জরিমানা করা হয়েছে ৩ ম্যাচে। ৩ ম্যাচের দুটি বাংলাদেশের মাঠে হয়েছে এবং একটি হয়েছে মালদীপে। প্রথম ঘটনা ঘটে গত বছরের ১২ অক্টোবর মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে। দলের অসদাচারণের দায়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির ১৪ অনুচ্ছেদ অনুসারে জরিমানা করা হয়েছে ৫ হাজার সুইস ফ্রাঁ। পাশাপাশি ৬ ফুটবলারকে শাস্তিও দেওয়া হয়েছিল। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।
মালদ্বীপের পর এরপর ঢাকার মাঠেও জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। দ্বিতীয় লেগে ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদ্বীপ। সেই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। জয় পেলেও এই ম্যাচে ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।
তৃতীয় যে ম্যাচের কারণে বাংলাদেশ জরিমানা গুনেছে, সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ গোল করেছিল বাংলাদেশ ও লেবানন। ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা। এই ম্যাচেও মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশকে।

জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২ ঘণ্টা আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
২ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩ ঘণ্টা আগে