
প্যারিস অলিম্পিকে একের পর এক দুঃসংবাদ শুনেছে কানাডা। কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান বরখাস্ত হওয়ার পাশাপাশি ফিফার থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন। নিষেধাজ্ঞার পর মুখ খুললেন প্রিস্টম্যান।
ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরশু রাতে প্রিস্টম্যানকে এক বছরের নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা শাস্তি দিয়েছে ড্রোন কাণ্ডের জন্য। পাশাপাশি অলিম্পিকে কানাডা নারী ফুটবলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চাইলেন কানাডা নারী ফুটবল দলের কোচ, ‘খেলোয়াড়দের কথা ভেবে খুবই খারাপ লাগছে। এমন পরিস্থিতির যে প্রভাব তাদের ওপর পড়েছে, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি।’
এক ড্রোন কাণ্ডের জন্যই ঝামেলা পোহাতে হচ্ছে কানাডাকে। ঘটনা প্রকাশ্যে আসার পর চাকরি চলে যায় প্রিস্টম্যানের। প্যারিস অলিম্পিকে এমন অবস্থার জন্য দায় নিজের কাঁধে নিচ্ছেন কানাডা নারী ফুটবল দলের কোচ, ‘আমি জানি যে ২০২৩ সালে তারা কতটা কঠিন সময় কাটিয়েছে। তারা স্পোর্টসম্যানশিপ ও সততার ব্যাপার নিয়ে খুব চিন্তা করে। মাঠে দলের নেতা হিসেবে এর দায় আমাকে নিতে হবে। কানাডা সকার অ্যাসোসিয়েশনের (সিএসএ) তদন্ত সুষ্ঠুভাবে করতে পূর্ণ সহযোগিতা করার পরিকল্পনা আমার রয়েছে।’
নিষেধাজ্ঞা, পয়েন্ট কাটার পাশাপাশি কানাডাকে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। এ কারণে দুই ম্যাচের দুটিতে জিতেও কোনো পয়েন্ট নেই কানাডা নারী দলের। কানাডা সকার অ্যাসোসিয়েশনের (সিএসএ) প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তিতে গতকালই অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।

প্যারিস অলিম্পিকে একের পর এক দুঃসংবাদ শুনেছে কানাডা। কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান বরখাস্ত হওয়ার পাশাপাশি ফিফার থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন। নিষেধাজ্ঞার পর মুখ খুললেন প্রিস্টম্যান।
ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরশু রাতে প্রিস্টম্যানকে এক বছরের নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা শাস্তি দিয়েছে ড্রোন কাণ্ডের জন্য। পাশাপাশি অলিম্পিকে কানাডা নারী ফুটবলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চাইলেন কানাডা নারী ফুটবল দলের কোচ, ‘খেলোয়াড়দের কথা ভেবে খুবই খারাপ লাগছে। এমন পরিস্থিতির যে প্রভাব তাদের ওপর পড়েছে, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি।’
এক ড্রোন কাণ্ডের জন্যই ঝামেলা পোহাতে হচ্ছে কানাডাকে। ঘটনা প্রকাশ্যে আসার পর চাকরি চলে যায় প্রিস্টম্যানের। প্যারিস অলিম্পিকে এমন অবস্থার জন্য দায় নিজের কাঁধে নিচ্ছেন কানাডা নারী ফুটবল দলের কোচ, ‘আমি জানি যে ২০২৩ সালে তারা কতটা কঠিন সময় কাটিয়েছে। তারা স্পোর্টসম্যানশিপ ও সততার ব্যাপার নিয়ে খুব চিন্তা করে। মাঠে দলের নেতা হিসেবে এর দায় আমাকে নিতে হবে। কানাডা সকার অ্যাসোসিয়েশনের (সিএসএ) তদন্ত সুষ্ঠুভাবে করতে পূর্ণ সহযোগিতা করার পরিকল্পনা আমার রয়েছে।’
নিষেধাজ্ঞা, পয়েন্ট কাটার পাশাপাশি কানাডাকে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। এ কারণে দুই ম্যাচের দুটিতে জিতেও কোনো পয়েন্ট নেই কানাডা নারী দলের। কানাডা সকার অ্যাসোসিয়েশনের (সিএসএ) প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তিতে গতকালই অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে