
ইউরোপের ফুটবল মৌসুম প্রায় শেষের দিকে। ইতিমধ্যে শীর্ষ পাঁচ লিগের তিনটিতে হয়ে গেছে শিরোপা নিষ্পত্তি। গতকাল মোনাকোর হারে আবারও হ্যাটট্রিক লিগ আঁ জিতেছে পিএসজি। আগের রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করলেও শিরোপার অপেক্ষায় থাকতে হয়নি লুইস এনরিকের শিষ্যদের।
তিন ম্যাচ হারে রেখে লিগ নিশ্চিত করেছে পিএসজি। প্যারিসে নিজের প্রথম মৌসুমে শিরোপা জিতলেন এনরিকে। ইন্টার মিলানের হয়ে প্রথম সিরি আ জিতেছেন সিমোনে ইনজাঘিও। গত সপ্তাহে ঐতিহাসিক মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে স্কুডেট্টো নিশ্চিত করে নেরাজ্জুরিরা।
শীর্ষ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করেছে বেয়ার লেভারকুজেন। নিজেদের ১২০ বছরের ইতিহাসে জার্মান ক্লাবটি প্রথম বুন্দেসলিগা জিতল জাবি আলোনসোর অধীনে। লা লিগাতেও শিরোপা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কার্লো আনচেলত্তির দল ১৩ পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা বার্সেলোনার। আর এক জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল।
তবে প্রিমিয়ার লিগে শিরোপা ভাগ্য ঝুলছে এখনো। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে লিগ শিরোপার যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেটি এখন নেমে এসেছে দুইয়ে। আর্সেনাল নাকি সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? গানারদের ২০ অপেক্ষার অপেক্ষার অবসান নাকি ইতিহাসে প্রথমবার টানা চারবার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়ে আবারও অমরত্ব লাভ করবেন পেপ গার্দিওলা? গতরাতে দুই দলই জিতেছে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম কমে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
এ তো গেল শিরোপা নিষ্পত্তি ও লড়াইয়ে কথা। চলুন দেখে আসি শীর্ষ লিগ থেকে কাদের অবনমন হচ্ছে। সে তালিকায় একেবারে শুরুর দিকে প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেড, সিরি আর সালেরনিতানা ও লা লিগার আলমেরিয়ার। দুই দিন আগে অবনমন হয়েছে এই তিন দলের। নিউক্যাসল ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হওয়ার পর অবনমন হয়েছে শেফিল্ডের। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৫। অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা নটিংহাম ফরেস্টের পয়েন্ট যেখানে ২৬। প্রিমিয়ার লিগে ২৫ ও ২৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবনমন অঞ্চলে আছে লুটন টাউন ও বার্নলি।
সিরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে উড়ে যাওয়ার পর অবনমন ঘটে সালেরনিতানার। ৩৪ ম্যাচে তারা এ মৌসুমে এখন পর্যন্ত পেয়েছে ১৫ পয়েন্ট। অবনমন অঞ্চলে আছে উদিনেস ও সাসসুলোও। লা লিগায় হেতাফের বিপক্ষে হারের পর অবনমন হয় আলমেরিয়ার। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। বাকি পাঁচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৯। ছুঁতে পারবে না অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা সেল্তা ভিগোকে। লা লিগায় অবনমন অঞ্চলে আছে কাদিজ ও গ্রানাদাও। শীর্ষ লিগে থাকতে হলে তাদের বাকি ম্যাচ গুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই।
লিগ আঁয় অবনমন শঙ্কার মধ্যে আছে মেত্জ, লোরিয়াঁ ও ক্লেমন্ত ফুত। তবে তিন দলেরই সুযোগ আছে সেখান থেকে বেরিয়ে আসার। গতরাতে হেইডেনহেইমের বিপক্ষে হারের পর বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে অবনমন হয়েছে ডার্মস্ট্যাডের। সেই শঙ্কায় আছে কোলন ও মেইঞ্জও। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগা ও লিগ আঁয় অবনমন হয় দুই দলের। ১৮ তম স্থানে থাকা দল সুযোগ পায় রেলিগেশন প্লে অফ খেলার।
অবনমিত দল খেলবে নিজেদের লিগের দ্বিতীয় বিভাগে। আর সেখান থেকে সমান সংখ্যক দল ফিরবে প্রথম বিভাগ বা শীর্ষ লিগে। এ ক্ষেত্রে এক মৌসুম পর সবার আগে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপে শীর্ষেই আছে আছে ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। লিডস ইউনাইটেডও স্বপ্ন দেখছে প্রত্যাবর্তনের। ফেরার সম্ভাবনা আছে ইপসউইচ টাউন ও সাদউদাম্পটনেরও। বাকি চার লিগের মধ্যে এখনো কোনো দল ফেরা নিশ্চিত করতে পারেনি। সেই ফেরার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

ইউরোপের ফুটবল মৌসুম প্রায় শেষের দিকে। ইতিমধ্যে শীর্ষ পাঁচ লিগের তিনটিতে হয়ে গেছে শিরোপা নিষ্পত্তি। গতকাল মোনাকোর হারে আবারও হ্যাটট্রিক লিগ আঁ জিতেছে পিএসজি। আগের রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করলেও শিরোপার অপেক্ষায় থাকতে হয়নি লুইস এনরিকের শিষ্যদের।
তিন ম্যাচ হারে রেখে লিগ নিশ্চিত করেছে পিএসজি। প্যারিসে নিজের প্রথম মৌসুমে শিরোপা জিতলেন এনরিকে। ইন্টার মিলানের হয়ে প্রথম সিরি আ জিতেছেন সিমোনে ইনজাঘিও। গত সপ্তাহে ঐতিহাসিক মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে স্কুডেট্টো নিশ্চিত করে নেরাজ্জুরিরা।
শীর্ষ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করেছে বেয়ার লেভারকুজেন। নিজেদের ১২০ বছরের ইতিহাসে জার্মান ক্লাবটি প্রথম বুন্দেসলিগা জিতল জাবি আলোনসোর অধীনে। লা লিগাতেও শিরোপা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কার্লো আনচেলত্তির দল ১৩ পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা বার্সেলোনার। আর এক জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল।
তবে প্রিমিয়ার লিগে শিরোপা ভাগ্য ঝুলছে এখনো। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে লিগ শিরোপার যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেটি এখন নেমে এসেছে দুইয়ে। আর্সেনাল নাকি সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? গানারদের ২০ অপেক্ষার অপেক্ষার অবসান নাকি ইতিহাসে প্রথমবার টানা চারবার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়ে আবারও অমরত্ব লাভ করবেন পেপ গার্দিওলা? গতরাতে দুই দলই জিতেছে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম কমে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
এ তো গেল শিরোপা নিষ্পত্তি ও লড়াইয়ে কথা। চলুন দেখে আসি শীর্ষ লিগ থেকে কাদের অবনমন হচ্ছে। সে তালিকায় একেবারে শুরুর দিকে প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেড, সিরি আর সালেরনিতানা ও লা লিগার আলমেরিয়ার। দুই দিন আগে অবনমন হয়েছে এই তিন দলের। নিউক্যাসল ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হওয়ার পর অবনমন হয়েছে শেফিল্ডের। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৫। অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা নটিংহাম ফরেস্টের পয়েন্ট যেখানে ২৬। প্রিমিয়ার লিগে ২৫ ও ২৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবনমন অঞ্চলে আছে লুটন টাউন ও বার্নলি।
সিরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে উড়ে যাওয়ার পর অবনমন ঘটে সালেরনিতানার। ৩৪ ম্যাচে তারা এ মৌসুমে এখন পর্যন্ত পেয়েছে ১৫ পয়েন্ট। অবনমন অঞ্চলে আছে উদিনেস ও সাসসুলোও। লা লিগায় হেতাফের বিপক্ষে হারের পর অবনমন হয় আলমেরিয়ার। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। বাকি পাঁচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৯। ছুঁতে পারবে না অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা সেল্তা ভিগোকে। লা লিগায় অবনমন অঞ্চলে আছে কাদিজ ও গ্রানাদাও। শীর্ষ লিগে থাকতে হলে তাদের বাকি ম্যাচ গুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই।
লিগ আঁয় অবনমন শঙ্কার মধ্যে আছে মেত্জ, লোরিয়াঁ ও ক্লেমন্ত ফুত। তবে তিন দলেরই সুযোগ আছে সেখান থেকে বেরিয়ে আসার। গতরাতে হেইডেনহেইমের বিপক্ষে হারের পর বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে অবনমন হয়েছে ডার্মস্ট্যাডের। সেই শঙ্কায় আছে কোলন ও মেইঞ্জও। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগা ও লিগ আঁয় অবনমন হয় দুই দলের। ১৮ তম স্থানে থাকা দল সুযোগ পায় রেলিগেশন প্লে অফ খেলার।
অবনমিত দল খেলবে নিজেদের লিগের দ্বিতীয় বিভাগে। আর সেখান থেকে সমান সংখ্যক দল ফিরবে প্রথম বিভাগ বা শীর্ষ লিগে। এ ক্ষেত্রে এক মৌসুম পর সবার আগে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপে শীর্ষেই আছে আছে ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। লিডস ইউনাইটেডও স্বপ্ন দেখছে প্রত্যাবর্তনের। ফেরার সম্ভাবনা আছে ইপসউইচ টাউন ও সাদউদাম্পটনেরও। বাকি চার লিগের মধ্যে এখনো কোনো দল ফেরা নিশ্চিত করতে পারেনি। সেই ফেরার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে