Ajker Patrika

মেসিকে ছুঁলেন ছেত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫: ৪৯
মেসিকে ছুঁলেন ছেত্রী

সুনীল ছেত্রী এবারের সাফ শুরু করেছিলেন ৭৬ গোল নিয়ে। বাংলাদেশের বিপক্ষে এক গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৭৭ আন্তর্জাতিক গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ভারত অধিনায়ক। সাফের ফাইনালে গতকাল নেপালের বিপক্ষে গোল করে ছেত্রী এবার ছুঁয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। 

ফাইনালসহ এবারের সাফে মোট ৫ গোল করেছেন ছেত্রী। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপালের বিপক্ষে ১টি, মালদ্বীপের বিপক্ষে করেছেন জোড়া গোল। কাল ফাইনালে প্রিতম কোটালের পাস থেকে ৪৯ মিনিটে করা ছেত্রীর গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ৮০তম গোল! 

আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় সবার ওপরে আছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮২ ম্যাচে সিআরসেভেন গোল করেছেন ১১৫টি। ৮০ গোল নিয়ে এখনো অবসর নেননি এমন ফুটবলারদের মধ্যে মেসির সঙ্গে দুইয়ে আছেন ছেত্রী। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে পাঁচে আছেন তাঁরা। 

ফাইনালে গোল করে ম্যাচ-সেরা ও সাফের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ছেত্রী। মেসিকে ছুঁয়ে ফেলার কীর্তির চেয়ে সাফের অষ্টম শিরোপা জয় নিয়েই বেশি খুশি ভারত অধিনায়ক, ‘এবার সাফ জয়ের তাৎপর্যই অন্যরকম। আমাদের শুরুটা ভালো ছিল না। প্রথম দুটি ম্যাচ আমরা ভালো খেলতে পারিনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত