ক্রীড়া ডেস্ক

মৌসুমের শুরু থেকেই উড়ছেন হ্যারি কেইন। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকারকে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। এবার এমন দুর্দান্ত শুরুর রহস্য জানালেন তারকা ফুটবলার। কেইনের ভাষ্য–আক্রমণভাগের দুই সতীর্থ সার্জি জিন্যাব্রি ও নিকোলাস জ্যাকসনের সঙ্গে দারুণ বোঝাপড়ার কারণেই প্রতি ম্যাচে গোলের দেখা পাচ্ছেন তিনি।
জার্মান বুন্দেসিলগায় সবশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে ৩–০ গোলের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন। ম্যাচটিতে একবার জালের দেখা পান কেইন। সব মিলিয়ে প্রথম ৬ ম্যাচেই ১১ গোল করলেন তিনি। জার্মানির শীর্ষ লিগের ইতিহাসে প্রথম ৬ ম্যাচে এতো বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার।
কেইন বলেন, ‘আমি, জিনাব্রি এবং নিকোলাস এই মৌসুমে এক হয়ে খেলছি। এটা আমাকে আরও একটু গভীর হতে এবং আমার গুণাবলীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ দিয়েছে। ওদের সঙ্গে আমি সহজেই নিজের কাজগুলো করতে পারছি। আমি ওদের কাছ থেকে সাহায্য পাচ্ছি। এমনকি নয়জন নিয়ে খেললেও আমাদের কৌশল আমাদের সাহায্য করবে। কারণ আমরা নিজেদের বুঝতে পারি। এর প্রমাণ হলো আমি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দেরিতে হলেও গোল করেছি।’
ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জামাল মুসিয়ালা। এই তরুণ মিডফিল্ডারের অভাব বোধ করছেন বলেও জানালেন কেইন, ‘আমি এর আগেও বলেছি জামাল যখন খেলে তখন বিষয়টা আমার জন্য একটু আলাদা থাকে। সে খুব ভালো মানের একজন খেলোয়াড়। সে ডিফেন্ডারদের বল ছুঁড়ে মারে, ড্রাইভ করে এবং ড্রিবলিং করে। গত মৌসুমে আমরা একসাথে খেলছিলাম। মাঠে সে নিজের কাজগুলো খুব ভালোভাবে করেছে।’

মৌসুমের শুরু থেকেই উড়ছেন হ্যারি কেইন। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকারকে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। এবার এমন দুর্দান্ত শুরুর রহস্য জানালেন তারকা ফুটবলার। কেইনের ভাষ্য–আক্রমণভাগের দুই সতীর্থ সার্জি জিন্যাব্রি ও নিকোলাস জ্যাকসনের সঙ্গে দারুণ বোঝাপড়ার কারণেই প্রতি ম্যাচে গোলের দেখা পাচ্ছেন তিনি।
জার্মান বুন্দেসিলগায় সবশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে ৩–০ গোলের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন। ম্যাচটিতে একবার জালের দেখা পান কেইন। সব মিলিয়ে প্রথম ৬ ম্যাচেই ১১ গোল করলেন তিনি। জার্মানির শীর্ষ লিগের ইতিহাসে প্রথম ৬ ম্যাচে এতো বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার।
কেইন বলেন, ‘আমি, জিনাব্রি এবং নিকোলাস এই মৌসুমে এক হয়ে খেলছি। এটা আমাকে আরও একটু গভীর হতে এবং আমার গুণাবলীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ দিয়েছে। ওদের সঙ্গে আমি সহজেই নিজের কাজগুলো করতে পারছি। আমি ওদের কাছ থেকে সাহায্য পাচ্ছি। এমনকি নয়জন নিয়ে খেললেও আমাদের কৌশল আমাদের সাহায্য করবে। কারণ আমরা নিজেদের বুঝতে পারি। এর প্রমাণ হলো আমি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দেরিতে হলেও গোল করেছি।’
ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জামাল মুসিয়ালা। এই তরুণ মিডফিল্ডারের অভাব বোধ করছেন বলেও জানালেন কেইন, ‘আমি এর আগেও বলেছি জামাল যখন খেলে তখন বিষয়টা আমার জন্য একটু আলাদা থাকে। সে খুব ভালো মানের একজন খেলোয়াড়। সে ডিফেন্ডারদের বল ছুঁড়ে মারে, ড্রাইভ করে এবং ড্রিবলিং করে। গত মৌসুমে আমরা একসাথে খেলছিলাম। মাঠে সে নিজের কাজগুলো খুব ভালোভাবে করেছে।’

মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
৬ মিনিট আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
২ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে