
লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।
ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।

লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।
ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৭ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে