
লিওনেল মেসির জাতীয় দল ও ক্লাব সতীর্থ লিয়ান্দ্রো পারদেস। সেই পারদেস এবার বিস্ফোরক অভিযোগ করলেন মেসির বিরুদ্ধে। দুবছর আগে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে মেসি নাকি তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন পারদেস।
ঘটনাটি চ্যাম্পিয়নস লিগের ২০২০-২০২১ মৌসুমে। পিএসজি নিজেদের মাঠে প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে শেষ ১৬ এর দ্বিতীয় লেগ খেলতে গিয়েছিল ন্যু ক্যাম্পে। সে ম্যাচে পিএসজি ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সাকে। ম্যাচের একপর্যায়ে পারদেস তাঁর সতীর্থের উদ্দেশ্য কিছু বলেছিলেন। সেই মুহূর্তে মেসি আবার তাঁর পাশে ছিলেন। মেসি এ সময় পারদেসের কথা শুনে রাগান্বিত হন। শুধু তাই নয়, তাঁকে মেরেও ফেলতে চেয়েছিলেন মেসি।
সে সময়কার ঘটনা নিয়ে পিএসজির এই মিডফিল্ডার বলেন, ‘সতীর্থের উদ্দেশ্যে কিছু বলেছিলাম। মেসি তা শুনে খুবই রাগান্বিত হন। এরপর অকথ্য ভাষায় গালি দেন আমাকে। এমনকি তিনি আমাকে মেরেও ফেলতে চেয়েছিলেন। আমি রাগে দুঃখে বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’
অতীতকে ভুলে পরে অবশ্য মেসি ও পারদেস ক্লাব সতীর্থ এবং ভালো বন্ধু হয়েছেন। মেসিকে নিয়ে এখন ২৭ বছর বয়সী এই ফুটবলারের মূল্যায়ন, ‘ঘটনাটির পরে জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি এমন ভাব করেছিলেন যেন এ রকম কিছু ঘটেনি। একজন মানুষ হিসেবে তিনি কেমন তা আমাকে দেখিয়েছেন। এখন এটি নিয়ে কথা উঠলেই দুজনে মজা করি। তবে সে সময় তিনি সত্যি রাগান্বিত ছিলেন এবং মেরে ফেলতে চেয়েছিলেন।’
গত বছর মেসি-পারদেস কোপা আমেরিকা জিতেছেন। এবার তাঁদের লক্ষ্য কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিশ্বকাপের আগে তাঁদের দল আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে।

লিওনেল মেসির জাতীয় দল ও ক্লাব সতীর্থ লিয়ান্দ্রো পারদেস। সেই পারদেস এবার বিস্ফোরক অভিযোগ করলেন মেসির বিরুদ্ধে। দুবছর আগে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে মেসি নাকি তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন পারদেস।
ঘটনাটি চ্যাম্পিয়নস লিগের ২০২০-২০২১ মৌসুমে। পিএসজি নিজেদের মাঠে প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে শেষ ১৬ এর দ্বিতীয় লেগ খেলতে গিয়েছিল ন্যু ক্যাম্পে। সে ম্যাচে পিএসজি ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সাকে। ম্যাচের একপর্যায়ে পারদেস তাঁর সতীর্থের উদ্দেশ্য কিছু বলেছিলেন। সেই মুহূর্তে মেসি আবার তাঁর পাশে ছিলেন। মেসি এ সময় পারদেসের কথা শুনে রাগান্বিত হন। শুধু তাই নয়, তাঁকে মেরেও ফেলতে চেয়েছিলেন মেসি।
সে সময়কার ঘটনা নিয়ে পিএসজির এই মিডফিল্ডার বলেন, ‘সতীর্থের উদ্দেশ্যে কিছু বলেছিলাম। মেসি তা শুনে খুবই রাগান্বিত হন। এরপর অকথ্য ভাষায় গালি দেন আমাকে। এমনকি তিনি আমাকে মেরেও ফেলতে চেয়েছিলেন। আমি রাগে দুঃখে বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’
অতীতকে ভুলে পরে অবশ্য মেসি ও পারদেস ক্লাব সতীর্থ এবং ভালো বন্ধু হয়েছেন। মেসিকে নিয়ে এখন ২৭ বছর বয়সী এই ফুটবলারের মূল্যায়ন, ‘ঘটনাটির পরে জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি এমন ভাব করেছিলেন যেন এ রকম কিছু ঘটেনি। একজন মানুষ হিসেবে তিনি কেমন তা আমাকে দেখিয়েছেন। এখন এটি নিয়ে কথা উঠলেই দুজনে মজা করি। তবে সে সময় তিনি সত্যি রাগান্বিত ছিলেন এবং মেরে ফেলতে চেয়েছিলেন।’
গত বছর মেসি-পারদেস কোপা আমেরিকা জিতেছেন। এবার তাঁদের লক্ষ্য কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিশ্বকাপের আগে তাঁদের দল আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে