Ajker Patrika

হামজাকে নিয়ে একটু অন্যভাবে দল দিল বাফুফে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪: ৫৭
একটু অন্যভাবে দল দিল বাফুফে। ছবি: বাফুফে
একটু অন্যভাবে দল দিল বাফুফে। ছবি: বাফুফে

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের খেলতে সকালে ভারত সফরে গেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লড়বে এ দুল দুটি। তার আগে আজ সকালে বিমানবন্দরে প্রবেশের সঙ্গেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ম্যাচের জন্য।

তবে দল ঘোষণায় দারুণ কৌশল দেখিয়েছে বাফুফে। হামজা চৌধুরীকে নিয়ে একটু অন্যভাবে দল দিল তারা। ১ মিনিটের ভিডিও প্রকাশ করে শুরুতেই ভেসে উঠল হামজার ছবি। তারপর একে একে উঠতে থাকল খেলোয়াড়দের নাম। ম্যাচটির দিকে বিশেষ নজর লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপাজয়ী হামজা চৌধুরী।

গতকাল ফুটবল দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসা ২৭ খেলোয়াড়ই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় সেই দল থেকে বাদ পড়েছেন তিনজন। গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। স্কোয়াডে হামজা ছাড়াও নতুন মুখ ফরোয়ার্ড আল আমিন।

বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।

মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত