Ajker Patrika

রামুতেই হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার

কক্সবাজার প্রতিনিধি
রামুতেই হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া রামু উপজেলার রশিদ নগরে স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশেই সেন্টারটি গড়ে তোলার স্থান নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নেতৃত্বে একটি দল জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাফুফে এরই মধ্যে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে সেন্টারটি নির্মাণের জন্যে ১৯ দশমিক ১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুলকে নির্দেশ দিয়েছেন।

এর আগে রামু উপজেলার খুনিয়া পালংয়ে সেন্টারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল হয়ে যায়। পরে অংশীজনের সঙ্গে কথা বলে রশিদ নগরের এই জায়গাটি চূড়ান্ত করা হয়েছে। সরেজমিনে যা দেখলাম, ভালো একটি ফুটবল টেকনিক্যাল সেন্টার এখানে করা সম্ভব। প্রশাসনিক যাবতীয় কাগজপত্র ঠিক হলে দ্রুত কাজ শুরু করা হবে।’

বাফুফে সূত্র জানায়, প্রস্তাবিত টেকনিক্যাল সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি টার্ফের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত