
বুন্দেসলিগা শিরোপা নিষ্পত্তি আগেই করে ফেলেছে বেয়ার লেভারকুজেন। যার কারণে লিগে বায়ার্ন মিউনিখের বাকি ম্যাচগুলো হয়ে গেছে এক প্রকার আনুষ্ঠানিকতার। তবে এমন আনুষ্ঠানিকতার ম্যাচেও থেমে নেই হ্যারি কেইনের গোল উদ্যাপন। আজ ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২-১ গোলে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বাভারিয়ানরা।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে পেনাল্টি থেকে। তার আগে ২৩ মিনিটে হুগো এতিক্কের গোলে সমতায় ফিরেছিল ফ্রাঙ্কফুর্ট। এ নিয়ে লিগে নিজের প্রথম মৌসুমেই ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩৫ গোল করলেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে তিনি। আর বায়ার্ন ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আছে লিগ তালিকার দুইয়ে।
লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠে আরবি লাইপজিগ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে এডিন টারজিচের দল। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না এবারের টুর্নামেন্টে শেষ চারে ওঠা ডর্টমুন্ডের।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পয়েন্ট হারিয়েছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছে অলরেডরা। তাতের লিগ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। আর রেড ডেভিলরা এগিয়ে গিয়েও নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে অবনমন অঞ্চলে থাকা বার্নলির সঙ্গে। ৭৯ মিনিটে অ্যান্থনির গোলে এগিয়ে যায় এরিক টেন হাগের দল। ৮ মিনিট পর পেনাল্টি থেকে সমতায় ফেরে বার্নলি।
এই ড্রয়ে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড নিজেদের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে।

বুন্দেসলিগা শিরোপা নিষ্পত্তি আগেই করে ফেলেছে বেয়ার লেভারকুজেন। যার কারণে লিগে বায়ার্ন মিউনিখের বাকি ম্যাচগুলো হয়ে গেছে এক প্রকার আনুষ্ঠানিকতার। তবে এমন আনুষ্ঠানিকতার ম্যাচেও থেমে নেই হ্যারি কেইনের গোল উদ্যাপন। আজ ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২-১ গোলে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বাভারিয়ানরা।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে পেনাল্টি থেকে। তার আগে ২৩ মিনিটে হুগো এতিক্কের গোলে সমতায় ফিরেছিল ফ্রাঙ্কফুর্ট। এ নিয়ে লিগে নিজের প্রথম মৌসুমেই ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩৫ গোল করলেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে তিনি। আর বায়ার্ন ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আছে লিগ তালিকার দুইয়ে।
লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠে আরবি লাইপজিগ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে এডিন টারজিচের দল। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না এবারের টুর্নামেন্টে শেষ চারে ওঠা ডর্টমুন্ডের।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পয়েন্ট হারিয়েছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছে অলরেডরা। তাতের লিগ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। আর রেড ডেভিলরা এগিয়ে গিয়েও নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে অবনমন অঞ্চলে থাকা বার্নলির সঙ্গে। ৭৯ মিনিটে অ্যান্থনির গোলে এগিয়ে যায় এরিক টেন হাগের দল। ৮ মিনিট পর পেনাল্টি থেকে সমতায় ফেরে বার্নলি।
এই ড্রয়ে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড নিজেদের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে