নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
সেপ্টেম্বরের নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। যদিও বাফুফে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানায়নি। একইসময়ে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোচ কে হবেন তা নিয়ে এখনো চলছে আলোচনা। সিদ্ধান্ত আসবে পরের জরুরি সভায়।
অনূর্ধ্ব-২৩ দলে কিউবা মিচেল ও ফাহামিদুল ইসলামকে খেলানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় দল কমিটির কয়েকজন সদস্য। ফাহামিদুল ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর বয়স ১৮ হওয়া অনূর্ধ্ব-২৩ দলে খেলাতে বাধা নেই। ইংল্যান্ড প্রবাসী কিউবা এখনো অভিষেকের অপেক্ষায়।
গত মাসে জাতীয় স্টেডিয়ামে হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। এর মধ্যে ৬-৭ জনকে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাকা হবে। আলোচনায় আছেন বিতোশোক চাকমা, একরামুল কাসপার, জায়ান আহমেদ, ইমান আলম।
আগস্টে ফর্টিসের মাঠে শুরু হতে পারে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে ছিল না কোনো এজেন্ডা। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে ভুলত্রুটি সংশোধনের ব্যাপারে। জাতীয় দল কমিটির সদস্যরা কিছু পরামর্শ দিয়েছে। সেই পরামর্শের ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার পথে হেটেছি। কোনো জবাবাদিহিতার আওতায় আনার কথা বলা হয়নি।’

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
সেপ্টেম্বরের নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। যদিও বাফুফে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানায়নি। একইসময়ে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোচ কে হবেন তা নিয়ে এখনো চলছে আলোচনা। সিদ্ধান্ত আসবে পরের জরুরি সভায়।
অনূর্ধ্ব-২৩ দলে কিউবা মিচেল ও ফাহামিদুল ইসলামকে খেলানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় দল কমিটির কয়েকজন সদস্য। ফাহামিদুল ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর বয়স ১৮ হওয়া অনূর্ধ্ব-২৩ দলে খেলাতে বাধা নেই। ইংল্যান্ড প্রবাসী কিউবা এখনো অভিষেকের অপেক্ষায়।
গত মাসে জাতীয় স্টেডিয়ামে হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। এর মধ্যে ৬-৭ জনকে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাকা হবে। আলোচনায় আছেন বিতোশোক চাকমা, একরামুল কাসপার, জায়ান আহমেদ, ইমান আলম।
আগস্টে ফর্টিসের মাঠে শুরু হতে পারে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে ছিল না কোনো এজেন্ডা। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে ভুলত্রুটি সংশোধনের ব্যাপারে। জাতীয় দল কমিটির সদস্যরা কিছু পরামর্শ দিয়েছে। সেই পরামর্শের ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার পথে হেটেছি। কোনো জবাবাদিহিতার আওতায় আনার কথা বলা হয়নি।’

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
১ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৩ ঘণ্টা আগে