
ব্রেক্সিটের কারণে ইউরোপের অন্য দেশগুলোতে চলে গেছেন ব্রিটেনের ট্রাক ড্রাইভাররা। ট্রাক ড্রাইভারের এই ঘাটতির কারণে সব ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রেই সমস্যায় পড়েছে ব্রিটেন। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে। তেলের সংকট আরও প্রকট আকার ধারণ করেছে বড় বড় শহরের পেট্রোল পাম্পগুলোতে। এই সমস্যায় বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাও।
নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো এই পর্তুগিজ ফরোয়ার্ড তাঁর ব্যবহৃত দুটি গাড়িতেই তেল ভরাতে পারছেন না। এর মধ্যে রোনালদোর বেন্টলির ফ্লাইং স্পার মডেলের গাড়ি নিয়ে তাঁর ড্রাইভার প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করেও পেট্রল ভরাতে পারেননি।
জানা গেছে, রোনালদোর ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে বেন্টলি নিয়ে তাঁর ড্রাইভার বেলা ২টা ২০ মিনিটে একটি পেট্রোল পাম্পে যান। পেট্রল পাম্পে রোনালদোর রেঞ্জ রোভার গাড়িটিও ছিল, যেটি চালান তাঁর এক দেহরক্ষী। দুটি গাড়িতে পেট্রোল ভরানোর জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করেন তাঁরা। তবু শেষ পর্যন্ত নিরাশ হয়েই ফিরতে হয়েছে।
ব্রিটেনে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় কেউই ৩০ পাউন্ডের বেশি মূল্যের তেল ভরাতে পারবেন না। এই নিয়মের ব্যতিক্রম হয়নি রোনালদোর মতো মহাতারকার ক্ষেত্রেও। পেট্রোল পাম্পের এক কর্মী ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রোনালদোর এত টাকা। কিন্তু তেল ভরানোর ব্যাপারে তাঁর সমস্যাও বাকিদের মতোই। তাঁর নিরাপত্তারক্ষীরা ঘণ্টার পর ঘণ্টা এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আশায় ছিলেন তেলের ট্যাংকার হয়তো শিগগিরই আসবে। তবে শেষ পর্যন্ত তাঁরা তেল ভরাতে পারেননি। বৃষ্টির মধ্যে অপেক্ষা করেও একসময় হতাশ হয়ে ফিরে যান।’

ব্রেক্সিটের কারণে ইউরোপের অন্য দেশগুলোতে চলে গেছেন ব্রিটেনের ট্রাক ড্রাইভাররা। ট্রাক ড্রাইভারের এই ঘাটতির কারণে সব ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রেই সমস্যায় পড়েছে ব্রিটেন। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে। তেলের সংকট আরও প্রকট আকার ধারণ করেছে বড় বড় শহরের পেট্রোল পাম্পগুলোতে। এই সমস্যায় বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাও।
নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো এই পর্তুগিজ ফরোয়ার্ড তাঁর ব্যবহৃত দুটি গাড়িতেই তেল ভরাতে পারছেন না। এর মধ্যে রোনালদোর বেন্টলির ফ্লাইং স্পার মডেলের গাড়ি নিয়ে তাঁর ড্রাইভার প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করেও পেট্রল ভরাতে পারেননি।
জানা গেছে, রোনালদোর ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে বেন্টলি নিয়ে তাঁর ড্রাইভার বেলা ২টা ২০ মিনিটে একটি পেট্রোল পাম্পে যান। পেট্রল পাম্পে রোনালদোর রেঞ্জ রোভার গাড়িটিও ছিল, যেটি চালান তাঁর এক দেহরক্ষী। দুটি গাড়িতে পেট্রোল ভরানোর জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করেন তাঁরা। তবু শেষ পর্যন্ত নিরাশ হয়েই ফিরতে হয়েছে।
ব্রিটেনে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় কেউই ৩০ পাউন্ডের বেশি মূল্যের তেল ভরাতে পারবেন না। এই নিয়মের ব্যতিক্রম হয়নি রোনালদোর মতো মহাতারকার ক্ষেত্রেও। পেট্রোল পাম্পের এক কর্মী ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রোনালদোর এত টাকা। কিন্তু তেল ভরানোর ব্যাপারে তাঁর সমস্যাও বাকিদের মতোই। তাঁর নিরাপত্তারক্ষীরা ঘণ্টার পর ঘণ্টা এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আশায় ছিলেন তেলের ট্যাংকার হয়তো শিগগিরই আসবে। তবে শেষ পর্যন্ত তাঁরা তেল ভরাতে পারেননি। বৃষ্টির মধ্যে অপেক্ষা করেও একসময় হতাশ হয়ে ফিরে যান।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে