Ajker Patrika

ফাইনালে উঠেও যে ‘ভুল’ করলেন জাভি

ফাইনালে উঠেও যে ‘ভুল’ করলেন জাভি

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে রিয়েল বেতিসকে হারিয়েছে কাতালানরা। তারপরও এই ম্যাচ থেকে ভুল খুঁজে পেলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়েল বেতিস। প্রথমে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এরপর টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জিতে যায় বার্সেলোনা। যেখানে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন আনসু ফাতি। এমনকি ৯৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন এই ফাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয়েছিল ৮৬ মিনিটে। যেখানে জাভিকে দেরীতে নামানো ‘ভুল’ হিসেবে দেখছেন জাভি। বার্সোলোনার কোচ বলেন, ‘আনসুকে আরও আগে সাব করা উচিত ছিল। এটা আমার ভুল ছিল। সে দারুণ ছন্দে আছে। তার পারফরম্যান্সে আমি খুশি।’ 

রিয়েল বেতিসকে হারিয়ে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বার্সা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে। 

বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন ফাতি। ২৪ গোলের সঙ্গে ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে চলতি মৌসুমে খেলেছেন ২৪ ম্যাচ। করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত