
শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে রিয়েল বেতিসকে হারিয়েছে কাতালানরা। তারপরও এই ম্যাচ থেকে ভুল খুঁজে পেলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়েল বেতিস। প্রথমে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এরপর টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জিতে যায় বার্সেলোনা। যেখানে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন আনসু ফাতি। এমনকি ৯৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন এই ফাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয়েছিল ৮৬ মিনিটে। যেখানে জাভিকে দেরীতে নামানো ‘ভুল’ হিসেবে দেখছেন জাভি। বার্সোলোনার কোচ বলেন, ‘আনসুকে আরও আগে সাব করা উচিত ছিল। এটা আমার ভুল ছিল। সে দারুণ ছন্দে আছে। তার পারফরম্যান্সে আমি খুশি।’
রিয়েল বেতিসকে হারিয়ে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বার্সা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন ফাতি। ২৪ গোলের সঙ্গে ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে চলতি মৌসুমে খেলেছেন ২৪ ম্যাচ। করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে রিয়েল বেতিসকে হারিয়েছে কাতালানরা। তারপরও এই ম্যাচ থেকে ভুল খুঁজে পেলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়েল বেতিস। প্রথমে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এরপর টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জিতে যায় বার্সেলোনা। যেখানে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন আনসু ফাতি। এমনকি ৯৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন এই ফাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয়েছিল ৮৬ মিনিটে। যেখানে জাভিকে দেরীতে নামানো ‘ভুল’ হিসেবে দেখছেন জাভি। বার্সোলোনার কোচ বলেন, ‘আনসুকে আরও আগে সাব করা উচিত ছিল। এটা আমার ভুল ছিল। সে দারুণ ছন্দে আছে। তার পারফরম্যান্সে আমি খুশি।’
রিয়েল বেতিসকে হারিয়ে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বার্সা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন ফাতি। ২৪ গোলের সঙ্গে ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে চলতি মৌসুমে খেলেছেন ২৪ ম্যাচ। করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে