Ajker Patrika

রোনালদোকে ছাড়িয়েছেন মেসি, ডাকছেন ম্যারাডোনা

রোনালদোকে ছাড়িয়েছেন মেসি, ডাকছেন ম্যারাডোনা

ঢাকা: চিলির বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে গোল করায় এখন পর্তুগিজ সুপারস্টারকে টপকালেন মেসি। বার্সেলোনা তারকার সামনে এখন সুযোগ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাওয়ার।

কাল রাতে রিও ডি জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে ফ্রি কিক থেকে গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। তবে একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন রোনালদোকে। মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেছেন ৫৭টি। রোনালদো ফ্রি কিকে গোল করেছেন ৫৬টি। ক্যারিয়ারের বড় সময় রিয়াল মাদ্রিদে কাটানো রোনালদো ফ্রি কিক থেকে ৩২ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি, পর্তুগালের হয়ে ১০টি আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে সরাসরি ফ্রি কিক থেকে ১টি গোল করেছেন রোনালদো।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি ছাড়িয়ে গেছেন আগেই। এবার অপেক্ষায় আছেন ফ্রি কিক গোলে ম্যারাডোনাকে ছাড়ানোর। ফ্রি কিকে ম্যারাডোনার গোল ৬২। পাঁচ গোলে পিছিয়ে আছেন মেসি (৫৭)। বার্সেলোনার হয়ে মেসি ফ্রি কিকে গোল করেছেন ৫০টি। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির ক্যারিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকে। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারে ৩৫৩ গোলের ১৭ শতাংশ করেছেন ফ্রি কিক থেকে।

ফ্রি কিক থেকে গোলে শীর্ষে আছেন জুনিনহো পেরনামবুকানো। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডারকে বলা হয় ফ্রি কিকের শিল্পী। ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ৭৭ গোল করেছেন ফ্রি কিক থেকে। ৭০ গোল করে তাঁর পরই রয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি পেলে। সমান ৬৬ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় আর্জেন্টিনার ভিক্টর লেগরোতাগলি ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত