
৪২ বছর তো একেবারে কম সময় নয়। অ্যাস্টন ভিলার উদ্যাপন তাই ছিল বাঁধভাঙা। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট অ্যাস্টন ভিলা কেটেছে ৪২ বছর পর।
অ্যাস্টন ভিলার ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির জয়ে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। সিটির কাছে হারের পর ৬৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার পাঁচে টটেনহাম। চারে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৬৮। অ্যাস্টন ভিলা, টটেনহাম দুটি দলই খেলেছে ৩৭টি করে ম্যাচ। ছয় ও সাতে থাকা নিউক্যাসল ও চেলসি উভয়েরই ৫৭ পয়েন্ট। এই দল দুটি খেলেছে ৩৬টি করে ম্যাচ। নিউক্যাসল, চেলসি সর্বোচ্চ ৬৩ পয়েন্ট পেতে পারে। নিজেদের শেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে হারালে টটেনহাম পাচ্ছে ৬৬ পয়েন্ট। তাই অ্যাস্টন ভিলা যদি ক্রিস্টাল প্যালেসের কাছে ম্যাচ হেরে গেলেও সেরা চারে তারা (অ্যাস্টন ভিলা) থাকছে।
সিটির জয়ের পর নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে অ্যাস্টন ভিলা। ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাস্টন ভিলার ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ওঠার আনন্দ উদ্যাপন করছেন কোচ উনাই এমেরি। ভিডিওর ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘এটা খুবই বিশেষ এক দিন। এটা আমাদের স্বপ্ন। এখানে আসার জন্যই মৌসুম শুরু করেছি।’
সবশেষ ১৯৮২-৮৩ সালে ভিলা যখন চ্যাম্পিয়নস লিগ খেলে, তখন এর নাম ছিল ইউরোপিয়ান কাপ। সেবার জুভেন্টাসের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ভিলা। ঠিক তার আগের মৌসুমে (১৯৮১-৮২) মৌসুমে চ্যাম্পিয়ন হয় ভিলা। পিটার উইদের গোলে বায়ার্ন মিউনিখকে ফাইনালে ১-০ গোলে হারায় ভিলা। ১৯৯২ সাল থেকে এই প্রতিযোগিতার নাম হয় চ্যাম্পিয়নস লিগ। সেদিক থেকে হিসাব করলে ভিলার তো এটা তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগও।

৪২ বছর তো একেবারে কম সময় নয়। অ্যাস্টন ভিলার উদ্যাপন তাই ছিল বাঁধভাঙা। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট অ্যাস্টন ভিলা কেটেছে ৪২ বছর পর।
অ্যাস্টন ভিলার ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির জয়ে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। সিটির কাছে হারের পর ৬৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার পাঁচে টটেনহাম। চারে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৬৮। অ্যাস্টন ভিলা, টটেনহাম দুটি দলই খেলেছে ৩৭টি করে ম্যাচ। ছয় ও সাতে থাকা নিউক্যাসল ও চেলসি উভয়েরই ৫৭ পয়েন্ট। এই দল দুটি খেলেছে ৩৬টি করে ম্যাচ। নিউক্যাসল, চেলসি সর্বোচ্চ ৬৩ পয়েন্ট পেতে পারে। নিজেদের শেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে হারালে টটেনহাম পাচ্ছে ৬৬ পয়েন্ট। তাই অ্যাস্টন ভিলা যদি ক্রিস্টাল প্যালেসের কাছে ম্যাচ হেরে গেলেও সেরা চারে তারা (অ্যাস্টন ভিলা) থাকছে।
সিটির জয়ের পর নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে অ্যাস্টন ভিলা। ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাস্টন ভিলার ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ওঠার আনন্দ উদ্যাপন করছেন কোচ উনাই এমেরি। ভিডিওর ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘এটা খুবই বিশেষ এক দিন। এটা আমাদের স্বপ্ন। এখানে আসার জন্যই মৌসুম শুরু করেছি।’
সবশেষ ১৯৮২-৮৩ সালে ভিলা যখন চ্যাম্পিয়নস লিগ খেলে, তখন এর নাম ছিল ইউরোপিয়ান কাপ। সেবার জুভেন্টাসের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ভিলা। ঠিক তার আগের মৌসুমে (১৯৮১-৮২) মৌসুমে চ্যাম্পিয়ন হয় ভিলা। পিটার উইদের গোলে বায়ার্ন মিউনিখকে ফাইনালে ১-০ গোলে হারায় ভিলা। ১৯৯২ সাল থেকে এই প্রতিযোগিতার নাম হয় চ্যাম্পিয়নস লিগ। সেদিক থেকে হিসাব করলে ভিলার তো এটা তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগও।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে