নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীদের জাতীয় দলের ক্যাম্পে প্রতিযোগিতা বাড়ছে প্রতিনিয়ত। সেই প্রতিযোগিতায় ক্যাম্প থেকে বাদ পড়েছেন সাফজয়ী ফুটবলার আনুচিং মগিনি। ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলার ছাড়ার ঘোষণাও দিয়ে বসে আছেন খাগড়াছড়ির এই ফুটবলার।
গত ডিসেম্বরে নারী লিগে প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারায় ক্যাম্প থেকে বাদ দেওয়া হয় ১৯ বছর বয়সী আনুচিংকে। আনুচিং বাদ পড়লেও ক্যাম্পে টিকে গেছেন কয়েক মিনিটের বড় বোন আনাই মগিনি। আনুচিংয়ের সঙ্গে ক্যাম্প ছাড়তে হয়েছে সাজেদা খাতুন, নবীরন ও লিমাকে। ক্যাম্পে যোগ দিয়েছেন আরও নতুন চার ফুটবলার।
প্রতিযোগিতা বাড়ায় ক্যাম্পে থাকতে হলে ফুটবলারদের নিজের সেরাটা দিয়ে থাকতে হবে বলে জানিয়েছেন নারী জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে ভবনে নারীদের ক্যাম্পে এখন আছে ৬৭ ফুটবলার। ক্যাম্প বড় হওয়ায় প্রতিভাবানদের রাখার পক্ষে ছোটন, ‘ক্যাম্প বড় হচ্ছে। নতুন নতুন মেধাবী ফুটবলার উঠে আসছে। এদের তো জায়গা করে দিতে হবে। আজ মাতসুশিমা সুমাইয়া (বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ ফুটবলার) ক্যাম্পে যোগ দিয়েছে, আরও তিনজন গতকাল যোগ দিয়েছে। ক্যাম্পে থাকতে হলে নিজেদের সেরাটা দিয়েই থাকতে হবে।’
ক্যাম্প থেকে বাদ পড়ার পর জাতীয় দলে ফেরার উদাহরণ নেই বললেই চলে। বাদ পড়ে আনুচিংয়ের ফুটবল ক্যারিয়ার বাদ শেষ হয়ে গেল কিনা সেই প্রশ্নের জবাবে ছোটন বলেছেন, ‘অনুশীলন করলে নিজে করতে হবে। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। আনুচিং শুধু পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে। ফিরতে হলে ভালোভাবে ফিরতে হবে। আনুচিং যে পজিশনে খেলে সেই ফরোয়ার্ড পজিশনে সাবিনা আছে, স্বপ্না আছে, রিপা ভালো খেলছে। আকলিমা লিগে সর্বোচ্চ গোল করেছে। তাঁকে এখন নিজেকে প্রমাণ করতে হবে।’
২০১৭ অনূর্ধ্ব-১৫ সাফজয়ী দলের সদস্য ছিলেন আনুচিং। তখন থেকেই আছেন জাতীয় দলের ক্যাম্পে। গত বছর নেপালে সাফজয়ী দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। বাদ পড়ার পর ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজকের পর থেকে ফুটবলকে বিদায়।’ কেন এমন সিদ্ধান্ত সেই বিষয়ে তিনি বলেছেন, ‘অনেক দিন তো ফুটবল খেললাম। নতুনদের সুযোগ দেয়ার বিষয়ও থাকে। গেল কিছুদিন ধরেই ভাবছিলাম, চিন্তা করছি, ফুটবল ছেড়ে ভিন্ন কিছু করব।’

নারীদের জাতীয় দলের ক্যাম্পে প্রতিযোগিতা বাড়ছে প্রতিনিয়ত। সেই প্রতিযোগিতায় ক্যাম্প থেকে বাদ পড়েছেন সাফজয়ী ফুটবলার আনুচিং মগিনি। ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলার ছাড়ার ঘোষণাও দিয়ে বসে আছেন খাগড়াছড়ির এই ফুটবলার।
গত ডিসেম্বরে নারী লিগে প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারায় ক্যাম্প থেকে বাদ দেওয়া হয় ১৯ বছর বয়সী আনুচিংকে। আনুচিং বাদ পড়লেও ক্যাম্পে টিকে গেছেন কয়েক মিনিটের বড় বোন আনাই মগিনি। আনুচিংয়ের সঙ্গে ক্যাম্প ছাড়তে হয়েছে সাজেদা খাতুন, নবীরন ও লিমাকে। ক্যাম্পে যোগ দিয়েছেন আরও নতুন চার ফুটবলার।
প্রতিযোগিতা বাড়ায় ক্যাম্পে থাকতে হলে ফুটবলারদের নিজের সেরাটা দিয়ে থাকতে হবে বলে জানিয়েছেন নারী জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে ভবনে নারীদের ক্যাম্পে এখন আছে ৬৭ ফুটবলার। ক্যাম্প বড় হওয়ায় প্রতিভাবানদের রাখার পক্ষে ছোটন, ‘ক্যাম্প বড় হচ্ছে। নতুন নতুন মেধাবী ফুটবলার উঠে আসছে। এদের তো জায়গা করে দিতে হবে। আজ মাতসুশিমা সুমাইয়া (বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ ফুটবলার) ক্যাম্পে যোগ দিয়েছে, আরও তিনজন গতকাল যোগ দিয়েছে। ক্যাম্পে থাকতে হলে নিজেদের সেরাটা দিয়েই থাকতে হবে।’
ক্যাম্প থেকে বাদ পড়ার পর জাতীয় দলে ফেরার উদাহরণ নেই বললেই চলে। বাদ পড়ে আনুচিংয়ের ফুটবল ক্যারিয়ার বাদ শেষ হয়ে গেল কিনা সেই প্রশ্নের জবাবে ছোটন বলেছেন, ‘অনুশীলন করলে নিজে করতে হবে। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। আনুচিং শুধু পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে। ফিরতে হলে ভালোভাবে ফিরতে হবে। আনুচিং যে পজিশনে খেলে সেই ফরোয়ার্ড পজিশনে সাবিনা আছে, স্বপ্না আছে, রিপা ভালো খেলছে। আকলিমা লিগে সর্বোচ্চ গোল করেছে। তাঁকে এখন নিজেকে প্রমাণ করতে হবে।’
২০১৭ অনূর্ধ্ব-১৫ সাফজয়ী দলের সদস্য ছিলেন আনুচিং। তখন থেকেই আছেন জাতীয় দলের ক্যাম্পে। গত বছর নেপালে সাফজয়ী দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। বাদ পড়ার পর ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজকের পর থেকে ফুটবলকে বিদায়।’ কেন এমন সিদ্ধান্ত সেই বিষয়ে তিনি বলেছেন, ‘অনেক দিন তো ফুটবল খেললাম। নতুনদের সুযোগ দেয়ার বিষয়ও থাকে। গেল কিছুদিন ধরেই ভাবছিলাম, চিন্তা করছি, ফুটবল ছেড়ে ভিন্ন কিছু করব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে