
ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ চারেক বাকি থাকতে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল স্বাগতিক জার্মানি। কোচ হুলিয়ান নাগেলসমানের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসের।
ইউরোতে গতবারের মতো এবারও ২৬ সদস্যের স্কোয়াড দিতে পারবে দলগুলো। জার্মানির এই প্রাথমিক দল থেকে বাদ পড়বেন একজন। চূড়ান্ত দলে কার জায়গা হবে না সেটি জানা যাবে ভবিষ্যতে।
তবে বয়সের দোহায় দিয়ে হামেলসকে দলে রাখেননি নাগেলসমান। বরুসিয়া ডর্টমুন্ডকে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৫ বছর বয়সী তারকা। তারপরও জায়গা হয়নি তাঁর। নাগেলসমান যে তাঁকে দলে রাখবেন না, সেই গুঞ্জন আগে থেকেই ছিল। জার্মান কোচ দলে রাখেননি ডর্টমুন্ডের আরেক তারকা হুলিয়ান ব্রান্ডকেও।
তবে ৩৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আছেন ও অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী মিডফিল্ডার টনি ক্রুস আছেন জার্মান দলে। নেই বায়ার্নের লিওঁ গোরেৎজেকা ও সের্হে নাব্রি। হ্যামস্ট্রিং চোটের কারণে নেই টটেনহাম স্ট্রাইকার টিমো ভেরনার।
১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। উদ্বোধনী ম্যাচে জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। তার আগে চূড়ান্ত দল ঘোষণা করে ইউক্রেন ও গ্রিসের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
গত দুই বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরতে হয় জার্মানদের। গত ২০২০ ইউরোতেও একই ভাগ্য বরণ করতে হয় তাদের। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা সেবার তাদের অভিযান শুরু করেছিল মিউনিখে ১৪ জুন, স্কটিশদের বিপক্ষে। এবার ইউরোতেও সেই একই তারিখ ও প্রতিপক্ষে বিপক্ষে মিউনিখে অভিযান শুরু করবে জার্মানি।
জার্মানির ইউরো প্রাথমিক দল
গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
রক্ষণভাগ: ভালদেমার অ্যান্টন, বেনিয়ামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুদিগার, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ।
মাঝমাঠ: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান উইর্টজ।
আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।

ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ চারেক বাকি থাকতে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল স্বাগতিক জার্মানি। কোচ হুলিয়ান নাগেলসমানের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসের।
ইউরোতে গতবারের মতো এবারও ২৬ সদস্যের স্কোয়াড দিতে পারবে দলগুলো। জার্মানির এই প্রাথমিক দল থেকে বাদ পড়বেন একজন। চূড়ান্ত দলে কার জায়গা হবে না সেটি জানা যাবে ভবিষ্যতে।
তবে বয়সের দোহায় দিয়ে হামেলসকে দলে রাখেননি নাগেলসমান। বরুসিয়া ডর্টমুন্ডকে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৫ বছর বয়সী তারকা। তারপরও জায়গা হয়নি তাঁর। নাগেলসমান যে তাঁকে দলে রাখবেন না, সেই গুঞ্জন আগে থেকেই ছিল। জার্মান কোচ দলে রাখেননি ডর্টমুন্ডের আরেক তারকা হুলিয়ান ব্রান্ডকেও।
তবে ৩৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আছেন ও অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী মিডফিল্ডার টনি ক্রুস আছেন জার্মান দলে। নেই বায়ার্নের লিওঁ গোরেৎজেকা ও সের্হে নাব্রি। হ্যামস্ট্রিং চোটের কারণে নেই টটেনহাম স্ট্রাইকার টিমো ভেরনার।
১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। উদ্বোধনী ম্যাচে জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। তার আগে চূড়ান্ত দল ঘোষণা করে ইউক্রেন ও গ্রিসের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
গত দুই বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরতে হয় জার্মানদের। গত ২০২০ ইউরোতেও একই ভাগ্য বরণ করতে হয় তাদের। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা সেবার তাদের অভিযান শুরু করেছিল মিউনিখে ১৪ জুন, স্কটিশদের বিপক্ষে। এবার ইউরোতেও সেই একই তারিখ ও প্রতিপক্ষে বিপক্ষে মিউনিখে অভিযান শুরু করবে জার্মানি।
জার্মানির ইউরো প্রাথমিক দল
গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
রক্ষণভাগ: ভালদেমার অ্যান্টন, বেনিয়ামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুদিগার, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ।
মাঝমাঠ: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান উইর্টজ।
আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২১ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে