Ajker Patrika

নেইমারকে এবার আক্রমণ করল করোনা

ক্রীড়া ডেস্ক    
নেইমার এবার করোনায় আক্রান্ত হয়েছেন। ছবি: এএফপি
নেইমার এবার করোনায় আক্রান্ত হয়েছেন। ছবি: এএফপি

ক্যারিয়ারে বেশির ভাগ সময় নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। প্রতিযোগিতামূলক ফুটবলে চোটে পড়ে কত ম্যাচ তিনি মিস করেছেন, সেটার হিসেব নেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে এবার আক্রমণ করল করোনা।

নেইমারের করোনা আক্রান্ত হওয়ার কথা সান্তোস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘বৃহস্পতিবার ৫ জুন থেকে সে (নেইমার) ভাইরাসে আক্রান্ত। নেইমার জুনিয়রের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। সান্তোস ফুটবল ক্লাবের মেডিকেল বিভাগ ফল যাচাই করে জানতে পেরেছে, সে কোভিড নাইন্টিন পজেটিভ। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে সে ফুটবলের কার্যক্রম থেকে বাইরে। বাড়িতে বিশ্রাম নিচ্ছে।’ কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সোমবার (আগামীকাল) পরীক্ষানিরীক্ষা করা হবে।’

সান্তোসের পরের ম্যাচ ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে ফোর্তালেজার বিপক্ষে। বাংলাদেশ সময় ১২ জুন মাঝরাতে অ্যারেনা কাস্তেয়াও স্টেডিয়ামে হবে সান্তোস-ফোর্তালেজা ম্যাচ। অসুস্থ থাকার কারণে যে তিনি ম্যাচ মিস করছেন, ব্যাপারটা তা নয়। নেইমারের ওপর এমনিই চলছে নিষেধাজ্ঞা।

২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। সিরি ‘আ’ তে সান্তোস অবনমনের পর্যায়ে আছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে এখন নেইমারের ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত