ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে বেশির ভাগ সময় নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। প্রতিযোগিতামূলক ফুটবলে চোটে পড়ে কত ম্যাচ তিনি মিস করেছেন, সেটার হিসেব নেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে এবার আক্রমণ করল করোনা।
নেইমারের করোনা আক্রান্ত হওয়ার কথা সান্তোস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘বৃহস্পতিবার ৫ জুন থেকে সে (নেইমার) ভাইরাসে আক্রান্ত। নেইমার জুনিয়রের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। সান্তোস ফুটবল ক্লাবের মেডিকেল বিভাগ ফল যাচাই করে জানতে পেরেছে, সে কোভিড নাইন্টিন পজেটিভ। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে সে ফুটবলের কার্যক্রম থেকে বাইরে। বাড়িতে বিশ্রাম নিচ্ছে।’ কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সোমবার (আগামীকাল) পরীক্ষানিরীক্ষা করা হবে।’
সান্তোসের পরের ম্যাচ ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে ফোর্তালেজার বিপক্ষে। বাংলাদেশ সময় ১২ জুন মাঝরাতে অ্যারেনা কাস্তেয়াও স্টেডিয়ামে হবে সান্তোস-ফোর্তালেজা ম্যাচ। অসুস্থ থাকার কারণে যে তিনি ম্যাচ মিস করছেন, ব্যাপারটা তা নয়। নেইমারের ওপর এমনিই চলছে নিষেধাজ্ঞা।
২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। সিরি ‘আ’ তে সান্তোস অবনমনের পর্যায়ে আছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে এখন নেইমারের ক্লাব।
ক্যারিয়ারে বেশির ভাগ সময় নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। প্রতিযোগিতামূলক ফুটবলে চোটে পড়ে কত ম্যাচ তিনি মিস করেছেন, সেটার হিসেব নেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে এবার আক্রমণ করল করোনা।
নেইমারের করোনা আক্রান্ত হওয়ার কথা সান্তোস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘বৃহস্পতিবার ৫ জুন থেকে সে (নেইমার) ভাইরাসে আক্রান্ত। নেইমার জুনিয়রের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। সান্তোস ফুটবল ক্লাবের মেডিকেল বিভাগ ফল যাচাই করে জানতে পেরেছে, সে কোভিড নাইন্টিন পজেটিভ। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে সে ফুটবলের কার্যক্রম থেকে বাইরে। বাড়িতে বিশ্রাম নিচ্ছে।’ কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সোমবার (আগামীকাল) পরীক্ষানিরীক্ষা করা হবে।’
সান্তোসের পরের ম্যাচ ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে ফোর্তালেজার বিপক্ষে। বাংলাদেশ সময় ১২ জুন মাঝরাতে অ্যারেনা কাস্তেয়াও স্টেডিয়ামে হবে সান্তোস-ফোর্তালেজা ম্যাচ। অসুস্থ থাকার কারণে যে তিনি ম্যাচ মিস করছেন, ব্যাপারটা তা নয়। নেইমারের ওপর এমনিই চলছে নিষেধাজ্ঞা।
২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। সিরি ‘আ’ তে সান্তোস অবনমনের পর্যায়ে আছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে এখন নেইমারের ক্লাব।
গলে ম্যাচ ড্র হওয়া অনেকটা চোখ কপালে ওঠার মতো। সমুদ্রঘেঁষা এই ভেন্যুতে সবশেষ ২৬ ম্যাচে কোনো দলই ড্রয়ের জন্য সমঝোতা করেনি। বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতি টানল সেই ধারাবাহিকতার। ম্যাচটি কি জেতার জন্য খেলতে পারত না বাংলাদেশ? পারত না আরেকটু আগে ইনিংস ঘোষণা করতে? সেই প্রশ্নগুলোই রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে...
১১ ঘণ্টা আগেএক টেস্টে জোড়া সেঞ্চুরি আগেও দেখেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত প্রায় দুই বছর আগে সেই ক্লাবে নাম লেখান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গলে জোড়া সেঞ্চুরি করে নতুন কীর্তি গড়লেন তিনি। বাংলাদেশের কোনো অধিনায়কই এর আগে এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। এই রেকর্ডে নাম লেখানোর কথা আগে থেকে জানতেন না শান্ত।
১৩ ঘণ্টা আগেকিছু কি মনে পড়ছে? না পড়লেও অবশ্য দোষের কিছু নেই। মেলবোর্নে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭ বলে ২৮ রানের ইনিংস খেলে তোপের মুখে পড়েন ঋষভ পন্ত। তাঁর আউটের ধরন দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে পড়েন কিংবদন্তি সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকক্ষে মাইক হাতে তিরস্কার করতে থাকেন ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলে
১৪ ঘণ্টা আগেদিন শেষ হতে তখনো বাকি আরও ৫ ওভার। ৩০ বলে শ্রীলঙ্কার ৬ উইকেট পড়ে যাবে এমন ভাবাটা আকাশ-কুসুম কল্পনার মতো। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই বাস্তবতা মেনে নিয়ে ছুটে গেলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে করমর্দন করতে। বাকিরাও তা অনুসরণ করতে থাকেন।
১৪ ঘণ্টা আগে