ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টের পর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দ্রুতই পেয়ে গেলেন সমিত সোম। এখন শুধু লাল সবুজের জার্সিতে তাঁর খেলার অপেক্ষা। এখনো এক মাস বাকি থাকলেও সমিত যে বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সমিতের অভিষেক হতে কেবল সময়েরই অপেক্ষা। তবে তাঁর যে তর সইছে না কিছুতেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সমিত বলেছেন, ‘সবাইকে স্বাগত। আমি সমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।’
বাংলাদেশি পাসপোর্ট সমিত হাতে পেয়েছেন এ সপ্তাহের সোমবার। ঠিক তার পরের দিনই (মঙ্গলবার) পেয়ে গেছেন ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। বিষয়টি পরশু আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সমিত যে এত দ্রুত ফিফার অনুমোদন পাবেন, সেটা অবাক করার মতোই। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল প্রায় চার মাসের মতো। কিন্তু সমিত পেয়ে গেলেন কেবল একদিনেই।
সমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সমিত। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

বাংলাদেশি পাসপোর্টের পর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দ্রুতই পেয়ে গেলেন সমিত সোম। এখন শুধু লাল সবুজের জার্সিতে তাঁর খেলার অপেক্ষা। এখনো এক মাস বাকি থাকলেও সমিত যে বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সমিতের অভিষেক হতে কেবল সময়েরই অপেক্ষা। তবে তাঁর যে তর সইছে না কিছুতেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সমিত বলেছেন, ‘সবাইকে স্বাগত। আমি সমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।’
বাংলাদেশি পাসপোর্ট সমিত হাতে পেয়েছেন এ সপ্তাহের সোমবার। ঠিক তার পরের দিনই (মঙ্গলবার) পেয়ে গেছেন ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। বিষয়টি পরশু আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সমিত যে এত দ্রুত ফিফার অনুমোদন পাবেন, সেটা অবাক করার মতোই। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল প্রায় চার মাসের মতো। কিন্তু সমিত পেয়ে গেলেন কেবল একদিনেই।
সমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সমিত। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৮ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে