
বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের জন্য যেন নিয়মিত ঘটনা। লা লিগার ম্যাচেই এমন ঘটনা ঘটে বেশি। গতকালও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ও ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মধ্যে চলছে কথার লড়াই।
মেস্তায়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু একটা বলেন। দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দিচ্ছিলেন ভিনি। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা হয়। আর নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ব্রাজিলের এই স্ট্রাইকার। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝারেন তিনি। রিয়ালের এই স্ট্রাইকার টুইট করেন, ‘এটা প্রথমবারও না, দ্বিতীয় বার, তৃতীয় বারও না। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। ফেডারেশনও তাই মনে করে। যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। স্প্যানিশদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কিন্তু আজ আমি বলছি, ব্রাজিল, স্পেন তারা হচ্ছে বর্ণবাদী জাতি। দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা প্রতি সপ্তাহেই ঘটে। আমার কিছুই করার থাকে না তখন। তবে আমি এই বর্ণবাদের শেষ দেখে ছাড়ব।’
ভিনির টুইটের পর পাল্টা টুইট করেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘লা লিগা বর্ণবাদের বিরুদ্ধে কী করে, এ বিষয়ে তোমাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। লা লিগার সমালোচনা করার আগে নিজেকে সঠিকভাবে জানা জরুরি। তোমাকে যেন কেউ কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা উচিত।’ কথার লড়াইয়ে থেমে থাকেননি ভিনি। পাল্টা টুইটে ব্রাজিলের এই স্ট্রাইকার বলেন, ‘বর্ণবাদের সমালোচনা না করে লা লিগার সভাপতি সামাজিকমাধ্যমে আমাকে পাল্টা আক্রমণ করলেন। আপনি যতই না বোঝার ভান করুন, এটা আপনার সুনাম নষ্ট করবে। আপনার পোস্টের কমেন্টগুলো দেখলে অবাক হবেন। নিজেকে গুটিয়ে নেওয়ায় আপনার আর বর্ণবাদের মধ্যে কোনো পার্থক্য রইল না।’
ঘটনাবহুল এই ম্যাচে জয়ও পায়নি রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে ১-০ গোলে হারায় ভ্যালেন্সিয়া। ৩৩ মিনিটে গোল করেন দিয়েগো লোপেজ। আর ৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়োন্ট তালিকার তিন নম্বরে আছে রিয়াল।

বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের জন্য যেন নিয়মিত ঘটনা। লা লিগার ম্যাচেই এমন ঘটনা ঘটে বেশি। গতকালও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ও ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মধ্যে চলছে কথার লড়াই।
মেস্তায়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু একটা বলেন। দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দিচ্ছিলেন ভিনি। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা হয়। আর নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ব্রাজিলের এই স্ট্রাইকার। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝারেন তিনি। রিয়ালের এই স্ট্রাইকার টুইট করেন, ‘এটা প্রথমবারও না, দ্বিতীয় বার, তৃতীয় বারও না। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। ফেডারেশনও তাই মনে করে। যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। স্প্যানিশদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কিন্তু আজ আমি বলছি, ব্রাজিল, স্পেন তারা হচ্ছে বর্ণবাদী জাতি। দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা প্রতি সপ্তাহেই ঘটে। আমার কিছুই করার থাকে না তখন। তবে আমি এই বর্ণবাদের শেষ দেখে ছাড়ব।’
ভিনির টুইটের পর পাল্টা টুইট করেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘লা লিগা বর্ণবাদের বিরুদ্ধে কী করে, এ বিষয়ে তোমাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। লা লিগার সমালোচনা করার আগে নিজেকে সঠিকভাবে জানা জরুরি। তোমাকে যেন কেউ কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা উচিত।’ কথার লড়াইয়ে থেমে থাকেননি ভিনি। পাল্টা টুইটে ব্রাজিলের এই স্ট্রাইকার বলেন, ‘বর্ণবাদের সমালোচনা না করে লা লিগার সভাপতি সামাজিকমাধ্যমে আমাকে পাল্টা আক্রমণ করলেন। আপনি যতই না বোঝার ভান করুন, এটা আপনার সুনাম নষ্ট করবে। আপনার পোস্টের কমেন্টগুলো দেখলে অবাক হবেন। নিজেকে গুটিয়ে নেওয়ায় আপনার আর বর্ণবাদের মধ্যে কোনো পার্থক্য রইল না।’
ঘটনাবহুল এই ম্যাচে জয়ও পায়নি রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে ১-০ গোলে হারায় ভ্যালেন্সিয়া। ৩৩ মিনিটে গোল করেন দিয়েগো লোপেজ। আর ৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়োন্ট তালিকার তিন নম্বরে আছে রিয়াল।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১১ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে