ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যে ক্লাবটিতে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি, তাঁর অজস্র স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই ক্লাব কী করে তাঁকে ভুলে থাকতে পারে! এখনো তাই মেসির বার্সার জার্সি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।
কোনো খেলোয়াড় ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাঁর জার্সি নিয়ে সেই ক্লাবের খুব একটা আগ্রহ থাকার কথা না। কিন্তু নামটা যে মেসি। শৈশবের এই ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। বাঁ পায়ের জাদুতে গোল করে বার্সাকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তাঁর এখনো কী পরিমাণ কদর, সেটা স্পেনের সংবাদমাধ্যম ডায়রিও এএসের গতকালের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। মেসির ১০ নম্বর জার্সিটি এখনো পর্যন্ত ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি। এই তালিকায় প্রথম দুইয়ে আছেন লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি। বিক্রি হওয়া জার্সির সংখ্যা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি। যাঁদের মধ্যে ইয়ামাল, লেভা বর্তমানে খেলছেন বার্সার হয়ে।
বার্সেলোনায় বর্তমানে মেসির নামের কোনো পণ্য বিক্রি হয় না। কারণ, স্প্যানিশ এই ক্লাবটিতে এখন তো তিনি নেই। তবে বার্সার ভক্ত-সমর্থকেরা এখনো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অনেক ভালোবাসেন। বার্সেলোনা স্টোরে এসে প্রথমে নাম-নম্বরবিহীন জার্সি কেনেন ভক্তরা। সেই জার্সির ওপর মেসির নাম ও জার্সি নম্বর বসানো হয়। তবে যে মৌসুমের জার্সিটি তাঁরা কিনছেন, সেটি তো মেসি কখনোই পরেননি।
২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছাড়ার পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে দুই মৌসুম (২০২১-২২, ২০২২-২৩) খেলে এরপর তিনি পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড—মায়ামির জার্সিতে দুই বছরে এই দুই শিরোপা জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যে ক্লাবটিতে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি, তাঁর অজস্র স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই ক্লাব কী করে তাঁকে ভুলে থাকতে পারে! এখনো তাই মেসির বার্সার জার্সি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।
কোনো খেলোয়াড় ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাঁর জার্সি নিয়ে সেই ক্লাবের খুব একটা আগ্রহ থাকার কথা না। কিন্তু নামটা যে মেসি। শৈশবের এই ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। বাঁ পায়ের জাদুতে গোল করে বার্সাকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তাঁর এখনো কী পরিমাণ কদর, সেটা স্পেনের সংবাদমাধ্যম ডায়রিও এএসের গতকালের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। মেসির ১০ নম্বর জার্সিটি এখনো পর্যন্ত ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি। এই তালিকায় প্রথম দুইয়ে আছেন লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি। বিক্রি হওয়া জার্সির সংখ্যা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি। যাঁদের মধ্যে ইয়ামাল, লেভা বর্তমানে খেলছেন বার্সার হয়ে।
বার্সেলোনায় বর্তমানে মেসির নামের কোনো পণ্য বিক্রি হয় না। কারণ, স্প্যানিশ এই ক্লাবটিতে এখন তো তিনি নেই। তবে বার্সার ভক্ত-সমর্থকেরা এখনো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অনেক ভালোবাসেন। বার্সেলোনা স্টোরে এসে প্রথমে নাম-নম্বরবিহীন জার্সি কেনেন ভক্তরা। সেই জার্সির ওপর মেসির নাম ও জার্সি নম্বর বসানো হয়। তবে যে মৌসুমের জার্সিটি তাঁরা কিনছেন, সেটি তো মেসি কখনোই পরেননি।
২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছাড়ার পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে দুই মৌসুম (২০২১-২২, ২০২২-২৩) খেলে এরপর তিনি পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড—মায়ামির জার্সিতে দুই বছরে এই দুই শিরোপা জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১৪ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৬ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে