অনলাইন ডেস্ক
সময় খুব একটা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। সর্বশেষ ফেডারেশন কাপে ফর্টিস এফসির কাছে হেরেছে, তার আগে প্রিমিয়ার লিগে মোহামেডান হারিয়ে দিয়েছিল তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ আবার তাদের সামনে ঢাকা আবাহনী।
প্রিমিয়ার লিগের বর্তমান রাজা কিংস হলেও পুরোনো রাজা কিন্তু আবাহনীই। একসময় তারাই নিয়মিত এই প্রতিযোগিতার মুকুট জিতত। কিন্তু কিংসের আবির্ভাবে গত কয়েক মৌসুমে অনেকটা পিছিয়ে পড়েছে আকাশি-নীলরা। তবে আজ ঘরের মাঠে কিংসের কঠিন সময়টা আরও জটিল করে দিতেই চাইছে ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। অন্যদিকে গত কয়েক ম্যাচে নিজেদের হারিয়ে খোঁজা কিংসও চাইবে আবাহনী-পরীক্ষা থেকে পূর্ণ নম্বর নিয়ে ছন্দে ফিরতে।
লিগে নিজেদের প্রথম তিন ম্যাচের একটিতে হেরেছে কিংস। যেটা মোহামেডানের কাছে। আবাহনীও তিন ম্যাচ খেলে কেবল মোহামেডানের সঙ্গেই কুলিয়ে উঠতে পারেনি। প্রিমিয়ার লিগের প্রথম লেগে মূলত তিনটি ম্যাচই বেশি কঠিন হয়ে থাকে। মোহামেডান এরই মধ্যে তাদের কঠিন দুই পরীক্ষায় পাস করেছে। যেখানে কিংস ও আবাহনী ফেল। আজ আবার সেই কঠিন ম্যাচ। দুই দলই থাকবে বেশ চাপে। কারণ এই ম্যাচের বাধা পেরিয়ে গেলে প্রথম লেগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকেই মোকাবিলা করতে হবে তাদের।
কিংসের দুশ্চিন্তাটা দেশি খেলোয়াড়দের নিয়ে। মদ-কাণ্ডের পর এবার নারীঘটিত বিতর্কে জড়িয়েছে তাদের খেলোয়াড় শেখ মোরসালিনের নাম। যদিও মোরসালিন ততটা ফর্মে নেই। তাঁর সঙ্গে অন্য দেশি খেলোয়াড়রাও গত মৌসুমের মতো এখনো স্বরূপে ফিরতে পারেননি। কেবল বিদেশি খেলোয়াড় খাসা আর মিগুয়েল গোলমুখে পথ দেখানোর চেষ্টা করে যাচ্ছেন। এদিক থেকে শতভাগ স্থানীয় ফুটবলার নিয়ে গড়া আবাহনী ব্যতিক্রম। দেশিরাই দলটাকে টেনে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। গোলপোস্টের নিচে জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা। আক্রমণে ভয় ধরাচ্ছেন ইব্রাহিম-ফয়সাল-নিপুরা। পাপন-হৃদয়দের নিয়ে গড়া মাঝমাঠও ভালোই গোছানো। সব মিলিয়ে আজ কুমিল্লায় আবাহনীকে টপকানোর কাজটা সহজ নাও হতে পারে কিংসের জন্য।
সময় খুব একটা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। সর্বশেষ ফেডারেশন কাপে ফর্টিস এফসির কাছে হেরেছে, তার আগে প্রিমিয়ার লিগে মোহামেডান হারিয়ে দিয়েছিল তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ আবার তাদের সামনে ঢাকা আবাহনী।
প্রিমিয়ার লিগের বর্তমান রাজা কিংস হলেও পুরোনো রাজা কিন্তু আবাহনীই। একসময় তারাই নিয়মিত এই প্রতিযোগিতার মুকুট জিতত। কিন্তু কিংসের আবির্ভাবে গত কয়েক মৌসুমে অনেকটা পিছিয়ে পড়েছে আকাশি-নীলরা। তবে আজ ঘরের মাঠে কিংসের কঠিন সময়টা আরও জটিল করে দিতেই চাইছে ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। অন্যদিকে গত কয়েক ম্যাচে নিজেদের হারিয়ে খোঁজা কিংসও চাইবে আবাহনী-পরীক্ষা থেকে পূর্ণ নম্বর নিয়ে ছন্দে ফিরতে।
লিগে নিজেদের প্রথম তিন ম্যাচের একটিতে হেরেছে কিংস। যেটা মোহামেডানের কাছে। আবাহনীও তিন ম্যাচ খেলে কেবল মোহামেডানের সঙ্গেই কুলিয়ে উঠতে পারেনি। প্রিমিয়ার লিগের প্রথম লেগে মূলত তিনটি ম্যাচই বেশি কঠিন হয়ে থাকে। মোহামেডান এরই মধ্যে তাদের কঠিন দুই পরীক্ষায় পাস করেছে। যেখানে কিংস ও আবাহনী ফেল। আজ আবার সেই কঠিন ম্যাচ। দুই দলই থাকবে বেশ চাপে। কারণ এই ম্যাচের বাধা পেরিয়ে গেলে প্রথম লেগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকেই মোকাবিলা করতে হবে তাদের।
কিংসের দুশ্চিন্তাটা দেশি খেলোয়াড়দের নিয়ে। মদ-কাণ্ডের পর এবার নারীঘটিত বিতর্কে জড়িয়েছে তাদের খেলোয়াড় শেখ মোরসালিনের নাম। যদিও মোরসালিন ততটা ফর্মে নেই। তাঁর সঙ্গে অন্য দেশি খেলোয়াড়রাও গত মৌসুমের মতো এখনো স্বরূপে ফিরতে পারেননি। কেবল বিদেশি খেলোয়াড় খাসা আর মিগুয়েল গোলমুখে পথ দেখানোর চেষ্টা করে যাচ্ছেন। এদিক থেকে শতভাগ স্থানীয় ফুটবলার নিয়ে গড়া আবাহনী ব্যতিক্রম। দেশিরাই দলটাকে টেনে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। গোলপোস্টের নিচে জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা। আক্রমণে ভয় ধরাচ্ছেন ইব্রাহিম-ফয়সাল-নিপুরা। পাপন-হৃদয়দের নিয়ে গড়া মাঝমাঠও ভালোই গোছানো। সব মিলিয়ে আজ কুমিল্লায় আবাহনীকে টপকানোর কাজটা সহজ নাও হতে পারে কিংসের জন্য।
গোল, শিরোপা অর্জন, ভক্ত-সমর্থকদের ভালোবাসা—কোনো কিছুরই তো অভাব নেই লিওনেল মেসির। বিশ্বের যে মাঠেই তিনি খেলতে যান, তাঁকে দেখতে দর্শকেরা উন্মুখ হয়ে থাকেন। ‘মেসি ১০’ নম্বর জার্সি পরে মাঠে দর্শকদের দেখা যায় অহরহ।
১ ঘণ্টা আগেবল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।
২ ঘণ্টা আগেসোনালি সময়টা অনেক আগেই পার করে এসেছে জিম্বাবুয়ে। আইসিসির ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতেই এখন ব্যর্থ হয় তারা। বড় মঞ্চে না থাকলেও ক্রিকেট আর পরিসংখ্যানে—জিম্বাবুয়ের নামটি সামনে আসবেই। আগামী রোববার বাংলাদেশ সফরে প্রথম টেস্ট খেলতে নামবেন ক্রেইগ এরভিন-শন উইলিয়ামসরা।
৩ ঘণ্টা আগেদাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
৩ ঘণ্টা আগে