Ajker Patrika

ভারত ম্যাচের প্রাথমিক দলে হামজা, আছেন ইতালি প্রবাসী ফুটবলারও

অনলাইন ডেস্ক
হামজা চৌধুরী। ছবি: ফেসবুক
হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

অবশেষে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেলেন হামজা চৌধুরী। তাকে নিয়েই এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৩৮ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ ১২ জন। হামজার বাইরে দলে চমক ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। তিনিও দলে ডাক পেয়েছেন প্রথমবার। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে ট্রায়ালে পরখ করতে চান কোচ। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে।

গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান হামজা। তখনই ইঙ্গিত মিলেছিল ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তাঁর। সম্প্রতি প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড শিল্ডে যোগ দিয়েছেন তিনি।

এদিকে, আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে।

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম(ইতালি প্রবাসী)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত