Ajker Patrika

নিজের নামে ট্রেনিং সেন্টার মেসির কাছে অনেক সম্মানের 

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ০১
নিজের নামে ট্রেনিং সেন্টার মেসির কাছে অনেক সম্মানের 

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই একের পর এক পুরস্কারে ভূষিত হচ্ছেন লিওনেল মেসি। মেসির নামে এবার জাতীয় দলের ট্রেনিং সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। নিজের নামে ট্রেনিং সেন্টার হওয়া অনেক সম্মানের মনে করছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

গতকাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া এক টুইটে মেসির নামে অনুশীলন সেন্টারের কথা জানিয়েছেন। মেসির সম্মানে দেওয়া হয়েছে বলে টুইটারে তাপিয়া বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নের বাড়িতে আপনাকে স্বাগত।’ এমন স্বীকৃতি পেয়ে সামাজিক মাধ্যমে মেসি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার লিখেছেন, ‘আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর মধ্যে এটা (নিজের নামে ট্রেনিং সেন্টার)। এটা অনেক সম্মানের। অসংখ্য ধন্যবাদ।’

গত কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে সময়টা দারুণ কাটছে মেসির। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জিতেছেন তিনি। কাতার বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর ফিফা দ্য বেস্টের ২০২২-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। আর পরশু মনুমেন্তাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে গোল করে ৮০০ গোলের কীর্তি গড়েছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত